Advertisement

Madhyamik Result 2025: মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন? রইল ডাইরেক্ট Link

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই দু'টি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর রেজাল্ট দেখুনমাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর রেজাল্ট দেখুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 10:49 AM IST

Madhyamik Result 2025: আগামী  ২ মে, শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ইতিমধ্যেই সেই তারিখ ঘোষণা করেছে। wbresults.nic.in(Click Here) এবং wbbse.wb.gov.in(Click Here) এই দুই ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

২০২৫ সালে ৯.৮৪ লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। গত ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা হয়েছিল।

মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ‘আগামী ০২.০৫.২০২৫ তারিখ সকাল ৯:৪৫ টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে মাধ্যমিক ২০২৫-এর রেজাল্ট পাওয়া যাবে। সকাল ১০টা থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।’

আরও পড়ুন

মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে এই ওয়েবসাইটে:

রেজাল্ট দেখার জন্য যা যা লাগবে:

  • Registration Number
  • Date of Birth (জন্মতারিখ)

মাধ্যমিক রেজাস্ট ২০২৫ কীভাবে দেখবেন (How to Check Madhyamik Result 2025):
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।
২. ‘WB Madhyamik Class 10 result 2025’ লিঙ্কে ক্লিক করুন।
৩. Registration Number ও জন্মতারিখ দিন।
৪. স্কোরকার্ডের PDF স্ক্রিনে এসে যাবে।
৫. ডাউনলোড করুন ও প্রিন্ট নিয়ে রেখে দিন।

পাশ নম্বর:
ছাত্রছাত্রীদের মোট ও প্রতিটি বিষয়ে অন্তত ৩৪ শতাংশ নম্বর পেতে হবে পাশ করার জন্য।

আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যান:

ডাইরেক্ট লিঙ্ক, লগইন করার প্রসেস ও স্কোরকার্ড ডাউনলোড সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য নজর রাখুন bangla.aajtak.in-এ। 

Read more!
Advertisement
Advertisement