Madhyamik result 2025 website: আজ, ২ মে শুক্রবার, প্রকাশিত হচ্ছেমাধ্যমিক রেজাল্ট ২০২৫। সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in ও wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন। আমাদের পোর্টালে সরাসরি রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন ।
এই বছর মাধ্যমিকে ৯.৮৪ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষা হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে। রেজাল্ট দেখা যাবে রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে। সকাল ১০টা থেকে স্কুল ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
কীভাবে দেখবেন Madhyamik Result 2025:
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন
পাশ নম্বর: প্রতি বিষয়ে ও মোট নম্বরে অন্তত ৩৪% পেলে পাশ।
রেজাল্ট, ডাইরেক্ট লিঙ্ক, লগইন প্রসেস, স্কোরকার্ড ডাউনলোড, এবং জেলার ভিত্তিতে রেজাল্ট বিশ্লেষণ জানতে চোখ রাখুন bangla.aajtak.in-এ আমাদের লাইভ ব্লগে। পেজটি বুকমার্কও করে রাখতে পারেন।
WB Madhyamik Result 2025 Live, একদম দ্রুত ও নির্ভুল, শুধুমাত্র আমাদের পোর্টালে।
Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন।
পাশের হারে এগিয়ে ১. পূর্ব মেদিনীপুর ২. কালিম্পং ৩. কলকাতা ৪. পশ্চিম মেদিনীপুর
Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন।
মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন। প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই সকুলের ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ পারসেন্ট।
Madhyamik Result 2025 Online: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে প্রকাশিত। রেজাল্ট দেখতে নিচের লিঙ্কগুলির মধ্যে একটায় ক্লিক করুন।
মাধ্যমিকের মেধা তালিকায় এবার ১ থেকে ১০-এর মধ্যে ৬৬ জন। এমনটাই জানালেন পর্ষদ সভাপতি।
মাধ্যমিকে তৃতীয় কোতুলপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
এবারের মাধ্যমিকে ২ জন পরীক্ষার্থী দ্বিতীয় স্থান পেয়েছে। মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস(৬৯৪)। অপর জন, বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুরেল সৌম্য পাল(৬৯৪)।
মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের আদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%)
মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.৫৬%, জানালেন পর্ষদ সভাপতি।
পাশের হারে এগিয়ে
১. পূর্ব মেদিনীপুর
২. কালিম্পং
৩. কলকাতা
৪. পশ্চিম মেদিনীপুর
এবার মেয়ে পরীক্ষার্থীদের সংখ্যা বেশি, জানালেন পর্ষদ সভাপতি।
সাংবাদিক সম্মেলন শুরু করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
আমাদের ওয়েবসাইটেই সরাসরি মাধ্যমিকের রেজাল্ট দেখুন এই লিঙ্কে (এখানে ক্লিক করুন)।
সকাল ৯:৪৫ থেকে অফিশিয়াল ওয়েবসাইট— wbresults.nic.in ও wbbse.wb.gov.in -এ রেজাল্ট দেখতে পারবেন।
১. wbresults.nic.in বা wbbse.wb.gov.in-এ যান
২. ‘WB Madhyamik Class 10 Result 2025’ লিঙ্কে ক্লিক করুন
৩. রেজিস্ট্রেশন নম্বর ও DOB দিন
৪. স্কোরকার্ড দেখুন ও ডাউনলোড করুন