Advertisement

Winter Internship Program 2025: ইন্টার্নশিপ শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কীভাবে আবেদন-কী যোগ্যতা?

এবার স্বরাষ্ট্র মন্ত্রক শুরু করতে চলেছে বিশেষ উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম। এই ইন্টার্নশিপে কারা কারা আবেদন করতে পারেবন? জেনে নিন আবেদনের সম্পূর্ণ পদ্ধতি।

উইন্টার ইন্টার্নশিপ ২০২৫উইন্টার ইন্টার্নশিপ ২০২৫
Aajtak Bangla
  • নয়াদিল্লি ,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 6:53 PM IST
  • স্বরাষ্ট্র মন্ত্রক শুরু করল উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম
  • কারা আবেদন করতে পারবেন?
  • জেনে নিন আবদনের পদ্ধতি

এবার শীতকালীন ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার ক্রাইম মোকাবিলার উপায়গুলি নিয়ে এই ইন্টার্নশিপ করার সুযোগ মিলবে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে থাকা শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য এনরোল করাতে পারবেন। আগামী ১৭ অক্টোবর এই প্রোগ্রামে আবেদনের অন্তিম দিন। 

প্রত্যেক আবেদনকারীকে নিজের সমস্ত নথি যথাযথ ভাবে আপলোড করতে হবে। প্রত্যেকটি নথি যথাযথ ভাবে রিভিউ করা হবে। সম্পূর্ণ ভাবে রিভিউ করার পরই একজন আবেদনকারী ইন্টার্নশিপের জন্য নির্বাচিত হবেন। সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেন্সিক বিষয়ে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাওয়া যাবে এই প্রোগ্রামে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনেও দক্ষতা তৈরিতে সাহায্য করবে প্রার্থীদের। জাতীয় সুরক্ষা, জনসাধারণের ডিজিটাল নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে পরবর্তীতে কাজ করতেন ইন্টার্নরা। 

কীভাবে আবেদন করতে হবে?
> শীলকালীন এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য ic4.mha.gov.in ওয়েবসাইটে ঢুকতে হবে। 
> 'Whats New' সেকশনে ক্লিক করতে হবে। 
> Internship SOP আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। 
> গুগল ফর্মের মাধ্যমে আবেদন এবং সাবমিট করতে হবে। 

আরও পড়ুন

আবেদনের জন্য কী কী যোগ্যতা?
যে যে বিষয়ের স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, সেগুলি হল-
কমপিউটার সায়েন্স, IT, ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার ফরেন্সিক, আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, এলএলবি, ক্রিমিনোলজি ও সোসিওলজি, ব্লকচেন টেকনোলজি, ডার্ক ওয়েব ডোমেন এক্সপার্ট, এথিক্যাল হ্যাকার, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ম্যালওয়্যার অ্যানালিসিস, কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, ডিজিটাল সাংবাদিকতা, পিআর, বিবিএ কিংবা এমবিএ ইত্যাদি। 

শর্টলিস্ট হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে ৪-৫ সপ্তাহের মধ্যেই আবেদনকারীর কাছে জবাব আসবে। 

তবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য কোনও পারিশ্রমিক মিলবে না। সাফল্যের সঙ্গে এই শীতকালীন ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারলে আবেদনকারীরা সার্টিফিকেট পাবেন। 
 

 

Read more!
Advertisement
Advertisement