Agnipath Scheme, Service Chiefs Announce New Military Recruitment model: ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলে দাবি করলেন। অতিসম্প্রতি এই প্রকল্পের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার প্রকল্পের নাম সামনে চলে এল। 'অগ্নিপথ' প্রকল্পে সশস্ত্র বাহিনীতে চার বছরের জন্য নিয়োগ করা হবে। প্রায় ৪৫ হাজার জনকে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
কে অগ্নিবীর হতে পারবেন?
অগ্নিপথ প্রকল্পে বয়সের মানদণ্ড রয়েছে। প্রার্থীর বয়স ১৭বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। প্রশিক্ষণের মেয়াদ-সহ মোট ৪ বছর সশস্ত্র সেনায় চাকরির সুযোগ পাওয়া যাবে। নিয়োগ করা হবে সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী।
বেতন
অগ্নিবীরদের জন্য সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। প্রথম বছরে যুবকদের মাসিক ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। EPF/PPF-এর সুবিধা-সহ প্রথম বছরে ৪.৭৬ লক্ষ টাকা পাবেন। চতুর্থ বছরের মধ্যে বেতন বেড়ে হবে ৪০ হাজার টাকা অর্থাৎ বার্ষিক ৬.৯২ লক্ষ টাকা।
ভাতা
বার্ষিক প্যাকেজের সঙ্গে কিছু ভাতাও পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ঝুঁকি, রেশন, পোশাক এবং ভ্রমণ ভাতা। কর্মক্ষেত্রে অক্ষম হলে বাকি সময়ের জন্য সুদ-সহ সম্পূর্ণ পেমেন্ট পাওয়া যাবে। 'সেবা নিধি' আয়করমুক্ত। গ্র্যাচুইটি এবং পেনশনের সুবিধা পাবেন না অগ্নিবীররা। ভারতীয় সশস্ত্র বাহিনীতে মেয়াদকালে ৪৮ লক্ষ টাকার একটি জীবন বিমা পাবেন। প্রিমিয়াম দিতে হবে না।
প্রশিক্ষণের পর সার্টিফিকেট
অগ্নিবীরদের সামরিক দক্ষতা ও অভিজ্ঞতা, শৃঙ্খলা, শারীরিক সুস্থতা, নেতৃত্বের গুণাবলী, সাহস এবং দেশপ্রেমের প্রশিক্ষণ দেওয়া হবে। ৪ বছর মেয়াদ শেষের পরে অগ্নিবীররা সমাজে থেকে রাষ্ট্রনির্মাণে যোগ দিতে পারবেন। তাঁদের শংসাপত্র দেওয়া হবে।
আর্থিক স্বাবলম্বী
চার বছর পূর্ণ হওয়ার পর পেশাদার হবেন অগ্নিবীররা। সেই সঙ্গে ব্যক্তিগতজজীবনে পরিণত এবং সুশৃঙ্খল হবেন। অগ্নিবীরের ট্রেনিং শেষে নতুন সুযোগ খুলে যাবে তাঁর সামনে। প্রায় ১১.৭১ লক্ষ টাকার সেবা নিধি তহবিলও পাবেন অগ্নিবীররা। এটা তাঁর ভবিষ্যতের স্বপ্নপূরণে সাহায্য করবে।
৪ বছর পর সেনাবাহিনীতে নিয়োগের সুযোগ
সেনাবাহিনীতে ২৫ শতাংশ দক্ষ ও সক্ষম অগ্নিবীর নেওয়া হবে। তিনি চাইলেই সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। ১৫ বছর নন-অফিসার পদে চাকরির সুযোগ। এই প্রকল্পের কারণে সেনাবাহিনীর কোটি কোটি টাকা সাশ্রয় হতে পারে।