Advertisement

NTPC Recruitment 2023: ১৫২ শূন্যপদে নিয়োগ করছে NTPC, মাইনে ৪০,০০০ টাকা থেকে শুরু

NTPC_Recruitment: শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। অভিজ্ঞ, যোগ্য প্রার্থীদের সংস্থার একাধিক প্রোজেক্টে নিয়োগ হবে। নিযুক্তদের বেতন ৪০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 02 May 2023,
  • अपडेटेड 11:29 AM IST
  • শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)।
  • অভিজ্ঞ, যোগ্য প্রার্থীদের সংস্থার একাধিক প্রোজেক্টে নিয়োগ হবে।
  • নিযুক্তদের বেতন ৪০,০০০ টাকা থেকে শুরু হচ্ছে।

NTPC Recruitment 2023: শতাধিক শূন্যপদে মোটা বেতনে নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট শূন্যপদের সংখ্যা ১৫২টি। বিভিন্ন বিভাগে ওভারম্যান সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। অভিজ্ঞ, যোগ্য প্রার্থীদের সংস্থার একাধিক প্রোজেক্টে নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগ হবে। চলুন জেনে নেওয়া যাক NTPC নিয়োগের খুঁটিনাটি...

কোন পদে কতজন কর্মী নিয়োগ করা হচ্ছে?
মাইনিং সার্ভে: মোট শূন্যপদের সংখ্যা ৯টি।
মাইনিং সর্দার: মোট শূন্যপদের সংখ্যা ৭টি।
ভোকেশনাল ট্রেনিং ইনস্ট্রাক্টর: মোট শূন্যপদের সংখ্যা ৩টি।
ইলেক্ট্রিক্যাল সুপারভাইজর: মোট শূন্যপদের সংখ্যা ২০টি।
মেকানিক্যাল সুপারভাইজর: মোট শূন্যপদের সংখ্যা ২২টি।
ওভারম্যান (ম্যাগাজিন): মোট শূন্যপদের সংখ্যা ৭টি।
মাইনিং ওভারম্যান: মোট শূন্যপদের সংখ্যা ৮৪টি।

আরও পড়ন: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক-CBSE 12th কবে রেজাল্ট, কোথায়-কীভাবে দেখবেন?

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের অন্তত ৬০ শতাংশ (তফশিলি অথবা ভূমিহারা হলে অন্তত ৫০) নম্বর পেয়ে পাশ করতে হবে। এর পাশাপাশি উল্লেখিত সব পদের ক্ষেত্রেই অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পাবেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদনকারীর বয়সসীমা ও বেতন:
উল্লেখিত সব পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে।
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (NTPC) মাইনিং সর্দার পদের বেতন মাসে ৪০,০০০ টাকা। বাকি সব পদের বেতন ৫০,০০০ টাকা।

প্রার্থী বাছাই প্রক্রিয়া:
প্রার্থী বাছাই করা হবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা আর ১০০ নম্বরের স্কিল টেস্ট অথবা কম্পিটেন্সি টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষার মোট সময় ১-২ ঘণ্টা। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। সমস্ত পরীক্ষাতেই অন্তত ৪০ শতাংশ নমমম্বর পেতে হবে। তফশিলি অথবা ওবিসি প্রার্থীদের অন্তত ৩০ শতাংশ নম্বর পেতে হবে।

Advertisement

আবেদনের ফি ও প্রক্রিয়া:
এই নিয়োগে আবেদনের ফি ৩০০ টাকা। তফশিলি, প্রাক্তন সেনাকর্মী, ভূমিহারা অথবা মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) যে কোনও শাখায় গিয়ে অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে ডাউনলোড করা পে-ইন-স্লিপের মাধ্যমে অফলাইনে ফি জমা দিতে হবে।
আবেদন করতে হবে ৫ মে, ২০২৩ তারিখের মধ্যে careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে থেকে। অর্থাৎ, হাতে আর মাত্র ৩টে দিন বাকি রয়েছে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement