আপনি নিশ্চয় সোশ্যাল মিডিয়াতে (Social Media) বিভিন্ন ধরণের কুইজ এবং গেম খেলছেন। এই গেমস বা ক্যুইজগুলিতে আপনাকে কখনও কোনও প্রশ্নের উত্তর দিতে হয় কিংবা দু'টি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে বা ছবিতে লুকানো ভুলগুলি খুঁজে বের করতে হয়। এই প্রতিবেদনেও আমরা আপনাদের সামনে তেমনই একটি ছবি নিয়ে এসেছি, যেখানে রয়েছে একটি ভুল। আর সেই ভুলটিই আপনাকে খুঁজে বের করতে হবে ১০ সেকেন্ডের মধ্যে (Find The Error In The Picture)।
ছবিতে কী রয়েছে?
আপনার সামনের যে ছবিটি রয়েছে তাতে একটি ঘড়ি দেখা যাচ্ছে। ১০ সেকেন্ডের মধ্যে সেই ছবির মধ্যে থাকা ভুলটি খুঁজে বের করতে হবে। যদি নিজেকে বুদ্ধিমান বা জিনিয়াস বলে মনে করেন, তাহলে ১০ সেকেন্ডের মধ্যে ছবির ভুলটি খুঁজে বের করুন।
আপনি কি ইতিমধ্যেই ছবিটির মধ্যে থাকা ভুল খুঁজে পেয়ে গিয়েছেন? যদি পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি সত্যিই একজন জিনিয়াস। কারণ কোনও ভুলই আপনার চোখ এড়িয়ে যাবে না। কিন্তু যদি এখনও ভুল খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করব।
জেনে নিন ছবির ভুলটি...
অনেকেই মনে করছেন ছবিতে কোনই ভুল নেই। তবে ভুল আছ, আর সেটা কোথায় আছে, সেটাই আমরা আপনাকে জানাব। ঘড়িতে লেখা সংখ্যাগুলির দিকে নজর দিন। আপনি দেখতে পাবেন যে যেখানে IX (৯) লেখা উচিত ছিল, সেখানে XI (১১) লেখা হয়েছে। আর যেখানে XI (১১) লেখার কথা সেখানে IX (৯) লেখা হয়েছে। এবার নিশ্চয় ছবির ভুলটি বুঝতে পেরেছেন। এই ধরণের অন্যান্য আরও মজার খবরের জন্য নিয়মিতভাবে লগ ইন করুন Bangla.Aajtak.In।
আরও পড়ুন - বাংলার নয়া ট্রেন্ড 'ছবি-রাজনীতি', অস্ত্রও, সৌজন্য শিকেয়?