Advertisement

Optical Illusions Find The Object From The Picture : একঝাঁক তোতাপাখির মধ্যে রয়েছে প্রজাপতিও, ১০ সেকেন্ডে খুঁজতে পারবেন?

প্রতিবেদনে যে ছবিটি (Optical Illusions In Photos) রয়েছে সেখানে নিশ্চয় অনেকগুলি রঙিন তোতাপাখি দেখতে পাচ্ছেন। ছবিটি আসলে একটি গাছের ওপরের দিকের অংশের। যেখানে অনেকগুলি তোতাপাখিকে বসে থাকতে দেখা যাচ্ছে। তোতাগুলি বিভিন্ন রঙের। এছাড়াও ছবিটিতে বিভিন্ন ধরনের পাতাও দেখা যাচ্ছে। আর এই সবেরই মাঝে একটি প্রতাপতিও রয়েছে। কিন্তু সেটি সহজে দেখা যাচ্ছে না। সেই প্রজাপতিটিকেই ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।

Optical IllusionsOptical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jan 2023,
  • अपडेटेड 5:06 PM IST
  • ছবিটি ভাল করে পর্যবেক্ষণ করুন
  • রয়েছে অনেকগুলি তোতা
  • কিন্তু কোনও প্রজাপতি দেখতে পাচ্ছেন?

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অপটিক্যাল ইলিউশান (Optical Illusions) যুক্ত ছবি প্রায়শই দেখা যায়। ছবিগুলি দেখতে আপাতভাবে সাধারণ হলেও, সেগুলিতে এমন কিছু জিনিস লুকানো থাকে যা হঠাৎ করে চোখে পড়ে না। এই প্রতিবেদনও তেমনই একটি ছবি আনা হয়েছে। ছবিটিতে একটি প্রতাপতি চোখের সামনেই রয়েছে। তা সত্ত্বেও অনেকে সেটি খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। 

ছবিতে যা রয়েছে...
প্রতিবেদনে যে ছবিটি (Optical Illusions In Photos) রয়েছে সেখানে নিশ্চয় অনেকগুলি রঙিন তোতাপাখি দেখতে পাচ্ছেন। ছবিটি আসলে একটি গাছের ওপরের দিকের অংশের। যেখানে অনেকগুলি তোতাপাখিকে বসে থাকতে দেখা যাচ্ছে। তোতাগুলি বিভিন্ন রঙের। এছাড়াও ছবিটিতে বিভিন্ন ধরনের পাতাও দেখা যাচ্ছে। আর এই সবেরই মাঝে একটি প্রতাপতিও রয়েছে। কিন্তু সেটি সহজে দেখা যাচ্ছে না। সেই প্রজাপতিটিকেই ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। 

Optical Illusions

আপনি কি প্রজাপতিটি খুঁজে পেয়েছেন (Optical Illusions Find The Object From The Picture)? যদি পেয়ে গিয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ। আর যদি এখনও খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করবেন না। কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপনাকে সাহায্য করব। 

আরও পড়ুন

Optical Illusions

এখানে রয়েছে প্রজাপতিটি...
অনেকে ভাবছেন, ছবিতে হয়তো কোনও প্রজাপতি লুকিয়েই নেই। কিন্তু যদি আপনি ছবিটির বাম দিকে তাকান, তাহলে দুটি তোতার মাঝখানে প্রজাপতিটি দেখতে পাবেন। এবার নিশ্চয় প্রজাপতিটিকে দেখতে পেয়েছেন? এই ধরনের প্রতিবেদন নিয়মিতভাবে আমরা নিয়ে আসি আপনাদের জন্য। তাই সেগুলি পড়তে লগ ইন করতে ভুলবেন না Bangla.Aajtak.In। 


 

Read more!
Advertisement
Advertisement