Advertisement

Optical Illusions : ছবিতে লুকিয়ে একটি ইঁদুর, খুঁজে পেলেই আপনি বুদ্ধিমান

আপনার সামনে যে ছবিটি রয়েছে তাতে একটি রান্নাঘর দেখা যাচ্ছে। আর ওই রান্নাঘরে রয়েছে বিভিন্ন সামগ্রী। রান্নাঘরের প্ল্যাটফর্মে একটি প্লেটে সাজানো কুকিজও দেখা যাচ্ছে। আর সেই প্লেট থেকে একটি কুকিজ তুলে নিয়েছে ইঁদুরটি। সেটিকেই খুঁজে বের করতে হবে আপনাকে। 

Optical IllusionsOptical Illusions
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Nov 2022,
  • अपडेटेड 5:59 PM IST
  • ছবিটি ভাল করে দেখুন
  • লুকিয়ে রয়েছে একটি ইঁদুর
  • খুঁজে পান কিনা দেখুন তো

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই আপনি বিভিন্ন ক্যুইজ বা গেমস খেলে থাকেন। এই প্রতিবেদনেও আপনার জন্য তেমনই একটি গেম নিয়ে আসা হয়েছে। এই গেমে ছবিতে লুকানো একটি জিনিস আপনাকে খুঁজে বের করতে হবে। ছবিতে একটি ইঁদুর লুকিয়ে আছে। সেটিই খুঁজে বের করতে হবে আপনাকে। যদিও অনেকেই সেটি খুজে বের করতে পারেনন। সেক্ষেত্রে আপনি কি খুঁজে পাবেন?

ছবিতে কী আছে?
আপনার সামনে যে ছবিটি রয়েছে তাতে একটি রান্নাঘর দেখা যাচ্ছে। আর ওই রান্নাঘরে রয়েছে বিভিন্ন সামগ্রী। রান্নাঘরের প্ল্যাটফর্মে একটি প্লেটে সাজানো কুকিজও দেখা যাচ্ছে। আর সেই প্লেট থেকে একটি কুকিজ তুলে নিয়েছে ইঁদুরটি। সেটিকেই খুঁজে বের করতে হবে আপনাকে। 

যদি ইতিমধ্যেই আপনি ইঁদুরটিকে খুঁজে পেয়ে গিয় থাকেন তাহলে অবশ্যই বলতে হয় যে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ। তবে যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ ইঁদুরটি কোথায় আছে, তা আমরা আপনাকে বলে দেব। 

আরও পড়ুন

Optical Illusions

কোথায় রয়েছে ইঁদুরটি?
কেউ কেউ মনে করছেন ছবিতে কোনও ইঁদুর লুকিয়েই নেই। তবে ইঁদুরটি কিন্তু আপনার সামনেই রয়েছে, এবং লুকিয়ে কুকিজ খাচ্ছে। চলুন তাহলে জেন নেওয়া যাক কোথায় রয়েছে সেটি। রান্নাঘরের বাঁদিকের ক্যাবিনেটটিকে ভাল করে দেখুন। যে ক্যাবিনেটটি খোলা রয়েছে, সেটিতেই বসে ইঁদুরটি। এবার কি দেখতে পেয়েছেন ইঁদুরটিকে?

 

Read more!
Advertisement
Advertisement