সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অপটিক্যাল ইলিউশানযুক্ত বিভিন্ন ছবি ভাইরাল হয়। সেই ছবিগুলি দেখতে সাধারণ হলেও তার মধ্যে অনেক কিছু লুকোনো থাকে। সেগুলি চোখের সামনে থাকলেও সহজে নজরে আসে না। ছবিগুলির মাধ্যমে মানুষ নিজেদের বুদ্ধি পরীক্ষা করে দেখেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের ছবির মধ্যে দিয়ে মস্তিষ্কের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে। তাতে একদিকে যেমন মস্তিষ্ক উর্বর হয়,তেমনই বুদ্ধিও প্রখর হয়। এই প্রতিবেদনেও তেমনই একটি ছবি নিয়ে আসা হয়েছে। ছবিটিতে একটি মাছ লুকনো রয়েছে, যেটি আপনাকে খুঁজে বের করতে হবে।
ছবিটিতে কী রয়েছে?
প্রতিবেদনে একটি রঙিন ছবি দেখা যাচ্ছে। ছবিটিতে একটি কুকুর ও একটি বিড়াল রয়েছে। বিড়ালটির বাম দিকে একটি ঘড়া উল্টে পড়ে রয়েছে। আর ডান দিকে একটি বালতির মতো জিনিস উল্টে পড়ে রয়েছে। তার মধ্যে কিছু সামগ্রী রয়েছে। বিড়ারটির পিছন দিকে একটি বাক্সের মধ্যে রয়েছে কুকুরটি। এই সবেরই মাঝে একটি মাছও রয়েছে। যেটি কারও নজরেই আসছে না। সেটিই খুঁজে বের করতে হবে আপনাকে।
মাছটি কিন্তু একদম চোখের সামনেই রয়েছে। তবে সেটি চালাকি করে এমন একটি জায়গায় রাখা হয়েছে, যা অনেকেরই নজর এড়িয়ে যাচ্ছে। যদি আপনি ইতিমধ্যেই সেটি খুঁজে পেয়ে গিয়ে থাকেন, তাহলে আপনি নিঃসন্দেহে আপনার দৃষ্টিশক্তির তীক্ষ্ণ। আর যদি এখনও খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ সেটি খুঁজে বের করতে আমরা আপানাকে সাহায্য করবো।
মাছটি যেখানে রয়েছে...
অনেকে ভাবছেন যে হয়ত ছবিতে কোনও মাছই নেই। তবে সেটি আছে। আর সেটি আছে বিড়ালটির বাম পাশে উল্টে থাকা ঘড়ার গায়ে। এবার নিশ্চয় আপনি মাছটি দেখতে পেয়েছেন! এই ধরনের আরও প্রতিবেদনের জন্য নিয়মিত লগ ইন করুন Bangla.Aajtak.In।
আরও পড়ুন - চলছে প্রাথমিক TET-এর ইন্টারভিউ, কত জন প্রার্থী-কী কী নিয়ম? বিস্তারিত