Advertisement

Railway Recruitment 2022 : দশম পাশেই রেলে চাকরি, আড়াই হাজার শূন্যপদ, কীভাবে আবেদন?

আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ এবং কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছর। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়া পাবেন। জেনারেল, ওবিসি ও EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের শুল্প ১০০ টাকা।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2022,
  • अपडेटेड 8:40 AM IST
  • রেলে বড়সড় নিয়োগ
  • প্রায় আড়াই হাজার শূন্যপদ
  • অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ

RRC Railway Recruitment, Sarkari Naukri 2022 : ভারতীয় রেলে নিয়োগ। ২,৪২২টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের থেকে আবেদন নিচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের সেন্ট্রাল রিজিয়ন। এক্ষেত্রে মুম্বই, ভুসাওয়াল, পুণে, নাগপুর ও সোলাপুর ক্লাস্টারে নিয়োগ করা হবে প্রার্থীদের। ইচ্ছুক প্রার্থীরা rrccr.com ওয়েবসাইটে যাবতীয় তথ্য দেখে নিতে পারেন। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে করা যাবে আবেদন। 

আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ এবং কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়সসীমা ১৫ থেকে ২৪ বছর। তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়া পাবেন। জেনারেল, ওবিসি ও EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের শুল্প ১০০ টাকা। অন্যদিকে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য কোনও শুল্ক দিতে হবে না। 

মোট শূন্যপদ - ২,৪২২
মুম্বই - ১,৬৫৯
ভুসাওয়াল - ৪১৮
পুণে - ১৫২
নাগপুর - ১১৪
সোলাপুর - ৭৯

আরও পড়ুন

মেধার ভিত্তিতে বেছে নেওয়া হবে প্রার্থীদের। অনলাইনে আবেদন করা বা প্রিন্ট করার ক্ষেত্রে কোনওরকম সমস্যা হলে রবিবার ও ছুটির দিন ছাড়া 022-67453140 নম্বরে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ফোন করে কথা বলতে পারেন। বা act.apprentice@rrccr.com-এ ইমেলও করতে পারেন। 


 

Read more!
Advertisement
Advertisement