Advertisement

Railway Recruitment 2022 : রেলে বিভিন্ন পদে চাকরি, আর মাত্র ক'দিন বাকি, মাইনে প্রায় ৪৫ হাজার টাকা

RPF ছাড়া ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের রেগুলার এবং যোগ্য কর্মচারীরাও আবেদন করতে পারেন। জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), টেকনিশিয়ান Gr-III, প্রধান আইনি সহকারি, স্টাফ নার্স এবং জুনিয়র ট্রান্সলেটরের জন্য মোট ১০৩টি খালি পদ পূরণ করা হবে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Aug 2022,
  • अपडेटेड 8:57 PM IST
  • রেলে চাকরির সুযোগ
  • শতাধিক শূন্যপদ
  • আবেদনের শেষ তরিখ ১৫ অগাস্ট

রেলে চাকরির ইচ্ছা অনেকেরই থাকে। তার জন্য প্রস্তুতিও নেন তাঁরা। সম্প্রতি ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে (WCR) জবলপুর জেই, টেকনিশিয়ান ও মিশলেনিয়াস ক্যাটাগরিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

RPF ছাড়া ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের রেগুলার এবং যোগ্য কর্মচারীরাও আবেদন করতে পারেন। জুনিয়র ইঞ্জিনিয়ার (JE), টেকনিশিয়ান Gr-III, প্রধান আইনি সহকারি, স্টাফ নার্স এবং জুনিয়র ট্রান্সলেটরের জন্য মোট ১০৩টি খালি পদ পূরণ করা হবে।

যেসব প্রার্থীরা এই রেলওয়ের চাকরির জন্য আবেদন করতে চান তাঁরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। ওয়েবসাইটি হল  wcr.indianrailways.gov.in

গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইন আবেদন শুরুর তারিখ ২২ জুলাই ২০২২
অনলাইন আবেদন শেষের তারিখ ১৫ অগাস্ট ২০২২

জেনে নিন বেতন প্যাকেজ
জেই - ৩৫,৪০০ টাকা
টেকনিশিয়ান Gr-III - ১৯,৯০০ টাকা
প্রধান আইনি সহকারি – ৪৪,৯০০ টাকা
স্টাফ নার্স – ৪৪,৯০০ টাকা
জুনিয়র ট্রান্সলেটর – ৩৫,৪০০ টাকা

খালি পদের বিবরণ
জেই ক্যাটাগরির পদ - ৫২টি
জেই ওয়ার্কস - ১১
JE (ড্রয়িং ডিজাইন ও এস্টিমেশন) - ১৩
জেই/টিএম - ২৮
টেকনিশিয়ান ক্যাটাগরির পদ - ৩৫টি 

আরও পড়ুনUPSC-র এই পদগুলিতে কালই আবেদনের শেষ তারিখ, রইল লিঙ্ক

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement