Advertisement

রাজ্যসভায় প্রভাবশালী পদে চাকরির সুযোগ, কীভাবে কোথায় আবেদন?

রাজ্যসভায় প্রভাবশালী পদে সহজ চাকরির সুযোগ, কীভাবে কোথায় আবেদন? এখনই জেনে নিন। নইলে পরে পস্তাতে হতে পারে। এমন সুযোগ হাতছাড়া করবেন না।

রাজ্যসভায় লোভনীয় চাকরির সুযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Mar 2022,
  • अपडेटेड 12:26 PM IST
  • রাজ্যসভায় প্রভাবশালী পদে সহজ চাকরির সুযোগ
  • কীভাবে কোথায় আবেদন?
  • সুযোগ হাতছাড়া করবেন না

Rajya Sabha Secretariat Recruitment 2022 :  রাজ্যসভা সচিবালয়ে একাধিক পদে চাকরির সুযোগ।সচিবালয় সহকারী, অনুবাদক, ব্যক্তিগত সহকারী এবং অন্যান্য পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। একবার এ চাকরিতে ঢুকতে পারলে জীবন সফল বলে মনে করেন প্রায় সিংহভাগ চাকুরিপ্রার্থীরাই। ফলে শতাধিক পদে এই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কেউই।

রাজ্যসভা সেক্রেটারিয়েট রিক্রুটমেন্ট ২০২২-এর জন্য আবেদন করার শেষ তারিখ হল ১৯ মার্চ, ২০২২ তারিখে চাকরির খবরে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে। সুতরাং ধীরে সুস্থে পরীক্ষার আবেদন করা যাবে।

রাজ্য সভা সচিবালয় নিয়োগ ২০২২: শূন্যপদের বিবরণ
মোট পদঃ ১১০টি

পদের নাম:

লেজিসলেটিভ/কমিটি/এক্সিকিউটিভ/প্রটোকল অফিসার: ১২ টি পদ

সহকারী লেজিসলেটিভ/কমিটি/এক্সিকিউটিভ/প্রটোকল অফিসার: ২৬ টি পদ

সচিবালয় সহকারী: ২৭ টি পদ

সহকারী গবেষণা/রেফারেন্স অফিসার: ৩ টি পদ

অনুবাদক: ১৫ টি পদ

ব্যক্তিগত সহকারী: ১৫ টি পদ

অফিস কাজের সহকারী: ১২ টি পদ

রাজ্য সভা সচিবালয় নিয়োগ ২০২২: কীভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের তাদের আবেদনপত্র প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে 'পরিচালক (কর্মী), রুম নম্বর - ২৪০, ২য় তলা, রাজ্যসভা সচিবালয়, ভারতের সংসদ, সংসদ ভবন অ্যানেক্সি, নিউ দিল্লি-১১০০০১'-এ পাঠাতে হবে। এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন, অর্থাৎ মার্চ ১৯, ২০২২।

রাজ্য সভা সেক্রেটারিয়েট নিয়োগ ২০২২ চেক করার সরাসরি লিঙ্ক

মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ, ২০২২ তারিখের কর্মসংস্থান সংবাদে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement