Advertisement

RCF Railway Recruitment 2023: মাধ্যমিক পাশেই রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, আবেদন করতে ক্লিক করুন

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা RCF rcf.indianrailways.gov.in-এর অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারেন। এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ ৪ মার্চ।

ভারতীয় রেলে ৫৫০ অ্যাপ্রেন্টিস নিয়োগভারতীয় রেলে ৫৫০ অ্যাপ্রেন্টিস নিয়োগ
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 08 Feb 2023,
  • अपडेटेड 3:33 PM IST
  • ৫৫০টি শূন্যপদ পূরণ করা হবে
  • আবেদন করার শেষ তারিখ ৪ মার্চ

কাপুরথালা রেল কোচ ফ্যক্টরিতে (Rail Coach Factory (RCF) Kapurthala) অ্যাপ্রেন্টিস ( Apprentice) বা শিক্ষানবিশ পদে নিয়োগ (RCF Railway Recruitment 2023) করা হবে। এর জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা RCF rcf.indianrailways.gov.in-এর অফিসিয়াল সাইটে গিয়ে অনলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারেন।

এই পদগুলির জন্য আবেদন করার শেষ তারিখ ৪ মার্চ। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেলের এই সংস্থায় ৫৫০টি শূন্যপদ পূরণ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন। 

খালি পদের বিবরণ

আরও পড়ুন

  • ফিটার: ২১৫ পদ
  • ওয়েল্ডার: ২৩০ পদ
  • মেশিনিস্ট: ৫ পদ
  • পেইন্টার: ৫ পদ
  • কারপেন্টার: ৫ পদ
  • ইলেকট্রিশিয়ান: ৭৫ পদ
  • এসি এবং রেফ মেকানিক: ১৫ পদ

আরও পড়ুন: BSF Tradesman Recruitment 2023: মাধ্যমিক পাশে বিপুল নিয়োগ BSF-এ, ৬৯ হাজার টাকা পর্যন্ত মাইনে, আবেদন প্রক্রিয়া রইল

যোগ্যতা:

ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে।

বয়স

প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এসসি, এসটি প্রার্থীরা বয়সে ৫ বছরের ও ওবিসি প্রার্থীরা বয়সে ৩ বছরের ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন। মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন ফি

১০০ টাকা আবেদন ফি অনলাইন মোডের মাধ্যমে প্রদান করতে হবে। এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না। অন্যান্য সমস্ত তথ্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চেক করতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন দেখতে এখানে ক্লিক করুন। 

Read more!
Advertisement
Advertisement