Advertisement

RRB Group D Recruitment: মাধ্যমিক পাশে রেলে চাকরি, কবে থেকে আবেদন? রইল লিঙ্ক

RRB Group D Notification 2025: ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) আজ, ২১ জানুয়ারি RRB CEN No. 08/2024 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে 7th CPC Pay Matrix-এর অধীনে বিভিন্ন লেভেল-1 পদে নিয়োগ করা হবে। মোট ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ হবে।

RRB-র নতুন নোটিফিকেশন দেখে নিনRRB-র নতুন নোটিফিকেশন দেখে নিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 6:37 PM IST

RRB Group D Notification 2025: ভারতীয় রেলের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) আজ, ২১ জানুয়ারি RRB CEN No. 08/2024 নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে 7th CPC Pay Matrix-এর অধীনে বিভিন্ন লেভেল-1 পদে নিয়োগ করা হবে। মোট ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ হবে।

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ২৩ জানুয়ারি ২০২৫
  • আবেদন শেষ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)।

পরীক্ষা হবে কম্পিউটার-ভিত্তিক টেস্ট (CBT) পদ্ধতিতে।

শূন্যপদ

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে, যেমন

  • অ্যাসিস্ট্যান্ট ব্রিজ
  • অ্যাসিস্ট্যান্ট C&W
  • অ্যাসিস্ট্যান্ট ডিপো (স্টোরস)
  • অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল)
  • ট্র্যাক মেন্টেনার
  • ক্যাবিন ম্যান
  • পয়েন্টসম্যান
    এছাড়াও রেলের আরও অন্যান্য পদে নিয়োগ হবে। বিস্তারিত তথ্যের জন্য চাকরিপ্রার্থীরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন দেখুন:View PDF

কারা আবেদন করতে পারবেন:

  1. শিক্ষাগত যোগ্যতা:
    প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক (10th) পাস হতে হবে।

  • ITI ডিপ্লোমার নিয়ম আর নেই:
    আগে টেকনিক্যাল ডিপার্টমেন্টে আবেদন করতে, মাধ্যমিক পাস ছাড়াও ITI ডিপ্লোমা বা NCVT-র সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল। তবে এবার এই শর্ত আর নেই।

  • বয়সসীমা:
    আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে (১ জানুয়ারি ২০২৫ অনুযায়ী)। 

  • কোভিড-১৯ সংক্রান্ত বয়স ছাড়:
    যেসব প্রার্থীর কোভিড-১৯ মহামারির কারণে বয়সসীমা পেরিয়ে গিয়েছিল, তাঁদের জন্য এককালীন ৩ বছরের বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

  • লেখা-কম্পিউটার বেসড পরীক্ষায় পাশ করলে কী হবে?

    এই পরীক্ষার পরবর্তী ধাপ হল- PET, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট এবং এমপ্যানেলমেন্ট। সময় অনুযায়ী রেলের অফিসিয়াল ওয়েবসাইটে তা জানানো হবে।

    কীভাবে আবেদন করবেন

    চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (RRBs) ভিজিট করুন।

    আরও জানতে এখানে ক্লিক করুন: View PDF

     

    Read more!
    Advertisement
    Advertisement