Advertisement

Interview Tricky Question: ব্যথা পেলে মানুষের মতো বসে কাঁদে কোন প্রাণী, জানেন?

Interview Tricky Question: ইন্টারভিউতে সহজ কিছু প্রশ্ন ধরা হয়। আপনার স্মার্টনেস ও প্রত্যুৎপন্নমতিত্বের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু চট করে উত্তর জানা থাকলেও হারিয়ে যায়। জেনে নিন এমন কিছু প্রশ্নের মজার উত্তর। যা আপনাকে অন্য পরীক্ষার্থীদের থেকে আপনাকে এগিয়ে দেবে আপনাকে।

ইন্টারভিউতে ট্রিকি প্রশ্নের উত্তরইন্টারভিউতে ট্রিকি প্রশ্নের উত্তর
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Jun 2022,
  • अपडेटेड 11:05 AM IST
  • ব্যথা পেলে মানুষের মতো বসে কাঁদে কোন প্রাণী, জানেন?
  • সোনার জিনিস, কিন্তু সোনার দোকানে পাওয়া যায়না
  • ভারতের ঠাণ্ডা মরুভূমি কাকে বলে জানেন?

Interview Tricky Question: সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বা সমমানের চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা ইন্টারভিউতে এমন প্রশ্নের সম্মুখীন হন, যা ট্রিকি হওয়ার পাশাপাশি অনেক সময় সহজ। কিন্তু চর্চার অভাবে অনেক সময় তা পারা যায় না এবং প্রার্থীকে বেকায়দায় ফেলে দেয়। এই প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে থাকে এবং এই প্রশ্নের মাধ্যমে প্রার্থীর এজেন্ট এবং কনফিডেন্স চেক করা হয়। এটি জরুরি, কারণ প্রার্থী এই সমস্ত প্রশ্নের মধ্য দিয়ে পরবর্তীতে জন পরিসেবা দেওয়ার কাজে কতটা দক্ষ হতে পারেন তার একটা ধারণা করা হয়। এই রকম কিছু প্রশ্নের উত্তর আজকে আপনার আপনাদের জানিয়ে দিই। যা আপনাদের যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।


প্রশ্ন- সেই জিনিসটি কী? যা লেখা এবং পড়া, দুটো কাজেই ব্যবহার হয়। কিন্তু কাগজ এবং পেন নয়।

উত্তর- চশমা। কারণ এর উপযোগিতা লেখা-পড়া দুটো কাজই আমরা করতে পারি।

আরও পড়ুন

 

প্রশ্ন- i এবং j এর উপরে বসানো ডটকে কে কী বলা হয়?

উত্তর- i এবং j এর উপরে বসানো ডট থাকে তাকে টাইটেল বলা হয়।

 

প্রশ্ন- এমন কোন পশু হয়েছে যা আহত হলে মানুষের মত বসে বসে কাঁদে?

উত্তর- ভাল্লুক

 

প্রশ্ন- বে অফ বেঙ্গল কোন স্টেটে রয়েছে?

উত্তর-লিকুইড স্টেটে

 

প্রশ্ন- ভারতের ঠান্ডা মরুভূমি কাকে বলা হয়?

উত্তর- লাদাখকে ভারতের ঠান্ডা মরুভূমি বলা হয়।

 

প্রশ্ন- সোনার সেটি কোন জিনিস? যা সোনার দোকানে পাওয়া যায় না?

উত্তর- চারপাই টুল।

 

Read more!
Advertisement
Advertisement