Advertisement

SBI Credit Analyst Recruitment: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ১ লক্ষ টাকা মাইনের চাকরি, Apply Now @sbi.bank.in

State Bank of India Job News: ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১ লক্ষ টাকা মাইনের চাকরি। ৬৩টি শূন্যপদ। ক্রেডিট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট(Middle Management Grade Scale III) পদে নিয়োগ করা হবে। এর আগে ২ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা দিয়েছিল SBI।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 11:36 AM IST
  • ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১ লক্ষ টাকা মাইনের চাকরি।
  • ক্রেডিট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট(Middle Management Grade Scale III) পদে নিয়োগ করা হবে।
  • এর আগে ২ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা দিয়েছিল SBI।

State Bank of India Job News: ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১ লক্ষ টাকা মাইনের চাকরি। ৬৩টি শূন্যপদ। ক্রেডিট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট(Middle Management Grade Scale III) পদে নিয়োগ করা হবে। এর আগে ২ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা দিয়েছিল SBI। তবে উৎসবের মরসুম গিয়েছে। বিভিন্ন অন্য পরীক্ষাও চলছিল। এমতাবস্থায় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশনের PDF এই প্রতিবেদনের শেষে দেওয়া হল। সেই সঙ্গে আবেদনের Official Link ও পেয়ে যাবেন। উল্লেখ্য, সিলেকশন হলে দেশের যে কোনও রাজ্যেই পোস্টিং দেওয়া হতে পারে। স্যালারি স্ট্রাকচার বেশ আকর্ষণীয়।

কোন পোস্টে নিয়োগ?(State Bank of India job vacancy)
ক্রেডিট ম্যানেজার ক্রেডিট অ্যানালিস্ট(Middle Management Grade Scale III) পদে ভ্যাকেন্সি রয়েছে। সিলেক্টেড চাকরিপ্রার্থীদের প্রথম ৬ মাস প্রবেশন পিরিয়ডে রাখা হবে।

অফিসিয়াল নোটিফিকেশন। PDF এর লিঙ্ক নিচে দেওয়া হল।

মাইনে(SBI Credit Analyst Salary)
ব্যাঙ্কের মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল থ্রি অনুযায়ী বেতন। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, মাসে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা পর্যন্ত বেতন। এর পাশাপাশি ব্যাঙ্কের তরফে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে।

যোগ্যতা(SBI Credit Analyst Eligibility)
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। MBA/PGDBA/PGDM/MMS/CA/CFA/ICWA র মতো ম্যানেজমেন্ট, ফাইন্যান্স সংক্রান্ত ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে মিনি
বয়সসীমাচাকরিপ্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভেশন থাকলে নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কীভাবে অ্যাপ্লাই করবেন?
ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। জেনারেল আবেদনকারীদের জন্য় ফি ৭৫০ টাকা। রিজার্ভেশন থাকলে নিয়মমাফিক ছাড় পাবেন। এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশন এবং ওয়েবসাইট দেখুন। নিচে লিঙ্ক দেওয়া হল।

কীভাবে সিলেকশন
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বলাই বাহুল্য যে, আগের কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন পরীক্ষার রেজাল্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক(Important Links)
অফিসিয়াল নোটিফিকেশন: View PDF
ব্যাঙ্কের ওয়েবসাইটের লিঙ্ক: CLICK HERE(এখানে ক্লিক করুন)

চাকরিবাকরি সংক্রান্ত যে কোনও আপডেটের জন্য নজর রাখুন bangla.aajtak.in এর শিক্ষাদীক্ষা সেকশনে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement