Advertisement

optical Illusion Personality Test: দু'টি ছবিতে খুঁজুন ৫টি ফারাক, বলে দেবে কতটা বুদ্ধিমান আপনি!

optical Illusion Personality Test: ব্রেন ও চোখ ঠিক আছে কী, পরীক্ষা করতে ১০ সেকেন্ডে ৫টি পার্থক্য খুঁজে বের করুন। অনেক মহারথীরাই খুঁজে পাননি। আপনি চেষ্টা করে দেখুন।

দু'টি ছবিতে খুঁজুন ৫টি ফারাক, বলে দেবে কতটা বুদ্ধিমান আপনি!দু'টি ছবিতে খুঁজুন ৫টি ফারাক, বলে দেবে কতটা বুদ্ধিমান আপনি!
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Jul 2022,
  • अपडेटेड 3:12 PM IST
  • ১০ সেকেন্ডে ৫টি পার্থক্য খুঁজুন
  • ব্রেন ও চোখ ঠিক আছে কী, পরীক্ষা করুন
  • অনেক মহারথীই পারেন না

সোশ্যাল মিডিয়াতে মানুষেরা প্রায়ই মাথা ঘুরিয়ে দেওয়া বিভিন্ন ছবি দেখেন। অপটিক্যাল ইলিউশনওয়ালা ছবি দেখে নিজের ব্যক্তিত্ব যাচাই করে নেন। এটি ইদানিং খুব প্রচলিত হয়েছে এবং তা থেকে আপনার চরিত্র, আপনার কর্ম ক্ষমতা, পরিশ্রম, অনেকটাই বোঝা যায়। পাশাপাশি দুটো ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হয়। এর মধ্যে দিয়ে বোঝা যায় আপনার ধৈর্য, আপনার অধ্যাবসায়, আপনার চরিত্রের নানা দিক। আমরা একটি ছবি এই পোস্টে দিচ্ছি। যাতে ১০ সেকেন্ড আপনাকে পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে হবে।

ছবিতে পাঁচটি পার্থক্য খুঁজে বের করার জন্য খুব বেশি ফোকাস এর প্রয়োজন। চলুন আমরা দেখে নিই মস্তিষ্ক এবং চোখের কো-অর্ডিনেশনে আমরা কীভাবে তা খুঁজে পাই। আপনার সামনে যে ছবিটি আমরা রেখেছি তার মধ্যে আপনাকে পাঁচটি পার্থক্য খুঁজে বের করতে হবে। দেখুন আপনি এটা খুঁজে পান কি না।

আরও পড়ুন

আপনার সামনে যে ছবিটি রয়েছে, সেটি দেখতে পাশাপাশি দুটো একই রকম হলেও তার মধ্যে কিছু পার্থক্য আছে। দুটোর মধ্যে আপনি গাছপালা, খরগোশ এসব দেখতে পাবেন। একটি মেয়ে বাস্কেট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং পাহাড় নজরে আসছে। আপনার প্রথম নজরে এই ছবির মধ্যে কোনও পার্থক্য নজরে পড়বে না। যখন আপনি ছবিটি মন দিয়ে দেখবেন তখন আপনি পার্থক্য খুঁজে বের করতে পারবেন।

এই ছবিতে বড় বড় লোকেরা পার্থক্য খুঁজে বের করতে গিয়ে হাল ছেড়ে দিয়েছেন। যদি আপনি ছবিতে পাঁচ পার্থক্য খুঁজে পান তাহলে আপনি জিনিয়াস বলে আখ্যা পাবেন।

 

Read more!
Advertisement
Advertisement