Advertisement

SSC CGL Tier 1 Result 2020 এসএসসি সিজিএল ২০২০ রেজাল্ট এখান থেকে করতে পারবেন ডাউনলোড

SSC CGL Tier 1 Result 2020: ওই পরীক্ষা (SSC CGL Tier 1 2020) নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর ফল প্রকাশিত হতে চলেছে আগামী মাসে মানে ডিসেম্বরে।

এসএসসি সিজিএল টিয়ার-১-এর ফল তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 18 Nov 2021,
  • अपडेटेड 8:56 AM IST
  • স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি)-এর কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল পরীক্ষা ২০২০-এর ফল সামনের মাসে প্রকাশিত হতে পারে
  • আয়োগ পরীক্ষার ফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে
  • যার তথ্য সরকারি ওয়েবসাইটে রয়েছে

SSC CGL Tier 1 Result 2020: স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি বা SSC)-এর কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল পরীক্ষা ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) সামনের মাসে প্রকাশিত হতে পারে। আয়োগ পরীক্ষার ফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। যার তথ্য সরকারি ওয়েবসাইটে রয়েছে। 

সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল
ওই পরীক্ষা (SSC CGL Tier 1 2020) নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর ফল প্রকাশিত হতে চলেছে আগামী মাসে মানে ডিসেম্বরে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট ssc.nic.in থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সেখানে রেজাল্টের তারিখের ব্যাপারে জানা যাবে।

আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!

এসএসসি সিজিএল টিয়ার-১ ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) দেখার সহজ উপায়-

  • প্রথম পদক্ষেপ- সবার আগে সরকারি ওয়েবসাইট ssc.nic.in দেখুন
  • দ্বিতীয় পদক্ষেপ- হোমপেজে দেখা যাবে রেজাল্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন (লাইভ হওয়ার পর)
  • তৃতীয় পদক্ষেপ- লগ ইন পেজে গিয়ে নিজের ক্রেডেনশিয়াল দিন আর তার সাবমিট করুন
  • চতুর্থ পদক্ষেপ- স্কোরকার্ড স্ক্রিনে চলে আসবে, সেটি ডাউনলোড করুন
  • পঞ্চম পদক্ষেপ- নিজের স্কোরকার্জের প্রিন্টআউট নিজের কাছে রেখে দিন

ওয়েবসাইটে জারি করা নোটিশ থেকে জানা যাচ্ছে, টিয়ার ১-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) ১১ ডিসেম্বর প্রকাশিত হবে। আগে এই দিনটি অন্য় ছিল। তা ছিল, ৩১ ডিসেম্বর তা প্রকাশ করা হবে। পরে তা বদলে করা হয়েছে ১১ ডিসেম্বর। 

যে প্রার্থীরা টিয়ার ১-এর ধার পার করবেন, তাঁরা টিয়ার ২-এর জন্য বসতে পারবেন। এসএসসি সিজিএল টিয়ার ২ ২০২০ পরীক্ষা তারিখ এবং অ্যাডমিট কার্ডের ব্য়াপারে তথ্য পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট দেখুন। সেখানে সব জানিয়ে দেওয়া হবে। 

রেজাল্টের ব্যাপারে আরও তথ্য পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement