SSC CGL Tier 1 Result 2020: স্টাফ সিলেকশন কমিটি (এসএসসি বা SSC)-এর কম্বাইন্ড গ্র্যাডুয়েট লেভেল পরীক্ষা ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) সামনের মাসে প্রকাশিত হতে পারে। আয়োগ পরীক্ষার ফলের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। যার তথ্য সরকারি ওয়েবসাইটে রয়েছে।
সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছিল
ওই পরীক্ষা (SSC CGL Tier 1 2020) নেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাসে। আর ফল প্রকাশিত হতে চলেছে আগামী মাসে মানে ডিসেম্বরে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট ssc.nic.in থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। সেখানে রেজাল্টের তারিখের ব্যাপারে জানা যাবে।
এসএসসি সিজিএল টিয়ার-১ ২০২০-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) দেখার সহজ উপায়-
ওয়েবসাইটে জারি করা নোটিশ থেকে জানা যাচ্ছে, টিয়ার ১-এর ফল (SSC CGL Tier 1 Result 2020) ১১ ডিসেম্বর প্রকাশিত হবে। আগে এই দিনটি অন্য় ছিল। তা ছিল, ৩১ ডিসেম্বর তা প্রকাশ করা হবে। পরে তা বদলে করা হয়েছে ১১ ডিসেম্বর।
যে প্রার্থীরা টিয়ার ১-এর ধার পার করবেন, তাঁরা টিয়ার ২-এর জন্য বসতে পারবেন। এসএসসি সিজিএল টিয়ার ২ ২০২০ পরীক্ষা তারিখ এবং অ্যাডমিট কার্ডের ব্য়াপারে তথ্য পাওয়ার জন্য সরকারি ওয়েবসাইট দেখুন। সেখানে সব জানিয়ে দেওয়া হবে।
রেজাল্টের ব্যাপারে আরও তথ্য পাওয়ার জন্য এখানে ক্লিক করুন।