Interview Questions : বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।
প্রশ্ন : একটানা ৩ দিনের নাম বলুন, কিন্তু বুধ, শুক্রবার, রবিবার আসবে না।
উত্তর : গতকাল, আজ এবং আগামিকাল
প্রশ্ন : নীল নদীতে লাল পাথর রাখলে কী হবে?
উত্তর : পাথর ভিজে যাবে এবং ডুবে যাবে।
প্রশ্ন : একটি দেওয়াল বানাতে আট জনের দশ ঘন্টা সময় লাগে, চার জনের কত সময় লাগবে?
উত্তর : আর সময় লাগার প্রশ্নই নেই। কারণ দেওয়ালটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে।
প্রশ্ন : একজন মহিলা প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে গর্ভবতী হয়ে পড়েছেন, তাহলে কী করবেন?
উত্তর : মহিলাটি উত্তর দিয়েছিলেন, আমি খুব খুশি হব এবং আমার স্বামীকে জানাব ও দুজনেই দিনটি উদযাপন করব। প্রশ্ন : প্যারাস্যুট ছাড়া একজন ব্যক্তিকে প্লেন থেকে ছুড়ে ফেলে দিলেও তিনি বেঁচে যান। কীভাবে?
উত্তর : কারণ বিমানটি তখন রানওয়েতে ছিল।