Advertisement

Uccha Madhyamik result 2023: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বুধবার, কীভাবে মার্কশিট চেক ও ডাউনলোড করবেন?

West Bengal Higher Secondary Examination Result 2023: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক সম্মেলনের পরে পরীক্ষার্থীরা bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে মার্কশিট দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্টউচ্চ মাধ্যমিকের রেজাল্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2023,
  • अपडेटेड 11:59 AM IST
  • কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
  • কীভাবে WBCHSE HS 12th Result 2023-এর মার্কশিট ডাউনলোড
  • SMS করেও জানা যাবে রেজাল্ট

রাত পোহালেই উচ্চ মাধ্যমিক ২০২৩ (WBCHSE Result 2023 Date and Time)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২৪ মে অর্থাত্‍ বুধবার এবছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণা করবে। দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলন করবে সংসদ।  

কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Where to check Uchha Madhyamik Result 2023)?

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক সম্মেলনের পরে পরীক্ষার্থীরা bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে মার্কশিট দেখতে পারবেন ও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in ও www.wbresults.nic.in -এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখা যাবে।


কীভাবে WBCHSE HS 12th Result 2023-এর মার্কশিট ডাউনলোড করবেন? 

--bangla.aajtak.in অথবা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbresults.nic.in ও www.wbchse.wb.gov.in -এ যান।

--  ‘West Bengal Higher Secondary Examination Result 2023’ লিঙ্কে ক্লিক করুন।

-- রোল নম্বর ও জন্মতারিখ দিন নির্দিষ্ট বক্সে ও সাবমিট বাটন ক্লিক করুন।

-- আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে আসবে স্ক্রিনে। 

-- ওখানেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট করে নিন মার্কশিটের।

SMS করেও জানা যাবে রেজাল্ট

ওয়েবসাইট ছাড়া SMS ও মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। SMS-এ ফল জানতে হলে পড়ুয়াদের কয়েকটি পদ্ধতি মানতে হবে। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।

মোবাইল App-এ কীভাবে দেখবেন রেজাল্ট?

অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখতে Google Play Store বা www.results.shiksha থেকে  West Bengal HS Result 2023 ডাউনলোড করতে হবে। অ্যাপ খুললেই WBCHSE 12th Result 2023 উইন্ডো আসবে। সেখানে গিয়ে যাবতীয় তথ্য দিতে (রোল ও রেজিস্টেশন নম্বর) হবে। Submit-এ ক্লিক করলে দেখা যাবে রেজাল্ট। 

Advertisement


বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগ মিলিয়ে এবছর প্রায় ৮.৫ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলেছিল পরীক্ষা। 
 

Read more!
Advertisement
Advertisement