Madhyamik Result 2023 LIVE: মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫%, মার্কশিট ডাউনলোডের লিঙ্ক রইল

Aajtak Bangla | কলকাতা | 19 May 2023, 11:45 AM IST

WBBSE Madhyamik Result 2023 Live Updates: মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর আজ রেজাল্ট। Madhyamik result 2023 মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করছে।

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ রেজাল্ট

WBBSE Madhyamik Result 2023 Live Updates: মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর রেজাল্ট ঘোষণা করছে মধ্যশিক্ষা পর্ষদ। Madhyamik result 2023-সকাল ১০টায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করছে। এরপর দুপুর ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা bangla.aajtak.in-এ ও পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ও wbbse.wb.gov.in  রেজাল্ট দেখতে পারবে। মাধ্যমিকের মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে ক্লিক করুন 

11:45 AM (2 years ago)

মাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করুন এখানে

Posted by :- Arindam

মাধ্যমিকের রেজাল্ট দেখতে ও মার্কশিট ডাউনলোড করতে নীচের ফর্মে রোল নম্বর লিখুন।

10:50 AM (2 years ago)

মাধ্যমিকে চতুর্থ স্থানে কারা

Posted by :- Arindam

যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।

10:44 AM (2 years ago)

মেধাতালিকায় নেই কলকাতা

Posted by :- Arindam

মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ছ’জন। মেধাতালিকার প্রথম দশে নেই কলকাতা। মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাঝি। পেয়েছেন ৬৯৭। যুগ্ম দ্বিতীয় বর্ধমানের শুভম পাল এবং মালদহের রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

10:29 AM (2 years ago)

মাধ্যমিকে প্রথম স্থানে পূর্ব বর্ধমানের ছাত্রী

Posted by :- Arindam

দেবদত্তা মাঝি প্রথম হয়েছে এ বছর মাধ্যমিকে। পূর্ব বর্ধমানের কাটো কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাইস্কুলের ছাত্রী ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। ৬৯৭ নম্বর পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন শুভম পাল। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র। ৬৯১ নম্বর পেয়েছে, ৯৮.৭১ শতাংশ। হাসান সরকার তৃতীয় হয়েছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র। নম্বর পেয়েছে ৬৯১। ৯৮.৭১ শতাংশ পেয়েছেন। অর্ক মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের ছাত্র তৃতীয় হয়েছেন। ৬৯০ নম্বর পেয়েছেন। তৃতীয় হয়েছেন সৌম্যদীপ মল্লিক, বেড়াচাঁপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র। তৃতীয় হয়েছেন মহম্মদ সারওয়াজ ইমতিয়াজ। তৃতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদার ছাত্র। তৃতীয় অর্ঘদীপ সাহা,  রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদার ছাত্র। 

10:24 AM (2 years ago)

প্রথম বিভাগে পাশ করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্রছাত্রী

Posted by :- Arindam

১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। 

10:21 AM (2 years ago)

মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ

Posted by :- Arindam

৮৬.১৫ শতাংশ পাশের হার এবছরের মাধ্যমিক পরীক্ষায়। প্রথম ১০ জনের মধ্যে ১৬টি জেলা থেকে ১১৮ জন রয়েছে। 

10:14 AM (2 years ago)

মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে QR কোড

Posted by :- Arindam

পর্ষদ সভাপতি জানালেন, মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটে QR কোড থাকছে। সেটি স্ক্যান করেও ছাত্র-ছাত্রীরা ভেরিফিকেশন করতে পারবেন। জাল হওয়া রোখা যাবে। 

10:12 AM (2 years ago)

রেজাল্ট দেখুন ও মার্কশিট ডাউনলোড করুন

Posted by :- Arindam

ঠিক দুপুর ১২টা থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ও মার্কশিট দেখতে ও ডাউনলোড করতে পারবেন মাধ্যমিক ২০২৩ রেজাল্ট লিঙ্কে ক্লিক করে।

10:07 AM (2 years ago)

মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি

Posted by :- Arindam

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন, এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ২২ শতাংশ বেশি মহিলা। ৪৪ হাজার শিক্ষক মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন। রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে। 

10:03 AM (2 years ago)

৭৬ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা

Posted by :- Arindam

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় রেজাল্ট ঘোষণা করা হচ্ছে। রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে

9:36 AM (2 years ago)

৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থীর রেজাল্ট বেরোবে

Posted by :- Arindam

২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮ জন পড়ুয়া। এর মধ্যে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ছেলে ও ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন মেয়ে পরীক্ষার্থী। মোট ২ হাজার ৮৬৭টি সেন্টারে পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিকের রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে।

9:35 AM (2 years ago)

একটু পরেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট

Posted by :- Arindam

একটু পরেই মাধ্যমিক পরীক্ষা ২০২৩-এর রেজাল্ট ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের ঘোষণার পরে দুপুর ১২টা থেকে ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট লিঙ্কে  ক্লিক করে রেজাল্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইট wbbse.org লগ ইন করে রেজাল্ট দেখতে পারবেন।