HS Exam 2023 Geography Last Minute Suggestion: আর ক’টা দিন পরেই উচ্চমাধ্যমিকের (HS Examination 2023) ভূগোল পরীক্ষা। ভূগোলে অঙ্কের মতোই ছাঁকা নম্বর তোলা যায়। এই বিষয়ে লেটার মার্কস পেতে হলে কতগুলি বিষয় মাথায় রাখতে হবে। সময় বুঝে প্রশ্ন নির্বাচন থেকে শুরু করে লেখার ধরন— সবকীছু ঠিকভাবে করা গেলে ভূগোলে ৮০ শতাংশ বা তার বেশি নম্বর তোলাই যায়। এমনটাই মত, হাওড়া দাসনগরের শানপুর নেতাজি সুভাষ হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা মৌলি মিশ্র ঘোষালের। পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ভূগোলের কোন কোন বিষয়গুলি মাথায় রাখা জরুরি, কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে, পরীক্ষার্থীদের জানালেন তিনি।
ভূগোল এমন একটি বিষয় যেখানে বেশি লেখার কোন জায়গা নেই প্রশ্নের সঠিক উত্তর দিলেই পুরো নাম্বার পাওয়া যাবে। তোমরা প্রশ্ন পেলে নাম্বারের ভাগ গুলো দেখে প্রশ্ন নির্বাচন করবে। প্রশ্ন নির্বাচনটি একটু ধীরে, চিন্তাভাবনা করে নির্বাচন করবে। যেসব প্রশ্নের উত্তরে ছবি দেওয়া যাবে সেই প্রশ্নগুলি নির্বাচন করো দিলে নাম্বার ভালো পাওয়া যাবে। অন্য প্রশ্ন লিখতে পারো অসুবিধা নেই কীন্তু বেশি কীছু লিখতে যেও না। যতটা চেয়েছে ততটাই। সুতরাং ঠাণ্ডা মাথায় প্রশ্ন নির্বাচন করে পরীক্ষা দিও, সময় অনেক বেশি থাকবে, ৭০ নম্বর পরীক্ষা ৩ ঘন্টা ১৫ মিনিটে সময়ে দেবে। সুতরাং ভালো করে ,ছবি দিয়ে, লেখার সময় অনেকটাই থাকবে।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে জীববিদ্যায় ৯০% নম্বর কীভাবে? টিপস বিশিষ্ট শিক্ষক
অধ্যায়: ভূমিরূপ প্রক্রিয়া (নম্বর -- ৫ /৪)
১) সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো আলোচনা কর ।
২) কাস্ট ভূমিরূপ অঞ্চলে ভৌমজলের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা কর।
ভৌম জলের নিয়ন্ত্রক গুলি কী কী? তাদের সম্পর্কে আলোচনা কর: (নম্বর - ৩ /২)
১) আরটিজীয় কুপ বলতে কী বোঝো?
২) অ্যাকুইফার কী?
৩) তরঙ্গ কর্তিত মঞ্চ, ব্লো হোল, স্বাভাবিক খিলান কী?
৪) রিয়া ও ফিয়ড উপকূলের মধ্যে পার্থক্য লেখ।
৫) প্রবাল প্রাচীর কী?
৬) গিজার কী?
৭) ভাদোস স্তর কী?
অধ্যায়: ক্ষয়চক্র (নম্বর -- ৫/৪)
১) উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্রের পর্যায়গুলি চিত্র সহ আলোচনা কর। ২) পুনযৌবনলাভের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ আলোচনা করো।
(নম্বর-- ৩ / ২)
১) স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝ?
২) পেডিমেন্ট কী?
৩) মোনাডন কী?
৪) পুনযৌবন লাভ বলতে কী বোঝো?
অধ্যায়: জলনির্গম প্রণালী (নম্বর -- ৩/২)
১) আয়তকার ও জাফরীরূপী জলনির্গম প্রণালীর পার্থক্য লেখ।
২) অধ্যারপ নদী বলতে কী বোঝো? উদাহরণ দাও।
৩) পূর্ববর্তী নদী কী?
৪) কেন্দ্রবিন্দু বিমুখ নদী নকশা বলতে কী বোঝো?
অধ্যায়: মৃত্তিকা (নম্বর -- ৫ /৪)
১) মৃত্তিকার স্তর গুলির বৈশিষ্ট্য চিত্রসহ লেখ।
(নম্বর-- ৩/২)
১) মৃত্তিকার পরিলেখ কাকে বলে?
২) ইলুভিয়েশন কাকে বলে?
৩) হিউমিফিকেশন বলতে কী বোঝো?
৪) হিউমাস কী?
৫) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী?
৬) মৃত্তিকার উৎপাদনশীলতা বলতে কী বোঝো?
৭) আঞ্চলিক ও অ আঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ।
অধ্যায়: বায়ুমণ্ডল (নম্বর -- ৫ /৪)
১) ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।
২) ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এর মধ্যে পার্থক্য লেখ।
৩) নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও অবস্থান লেখ।
(নম্বর --৩/২)
১) মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বলতে কী বোঝায়?
২) পশ্চিমী ঝঞ্ঝা কী?
৩) মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ।
৪) জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ।
৫) হ্যালোফাইট কী?
৬) বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ কর।
৭) ওজন গহ্বরবলতে কী বোঝো?
৮) ওজন হ্রাসের প্রভাব লেখো।
৯) গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণ গুলি কী কী?
অধ্যায়: জীববৈচিত্র্য (নম্বর - ৫ / ৪)
১) জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন কেন?
২) জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখ?
(নম্বর-- ৩/২)
১) হটস্পট কী?
অধ্যায়: দুর্যোগ বিপর্যয় (নম্বর - ৩/২)
১) দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ।
অধ্যায়: অর্থনৈতিক কার্যাবলী (নম্বর -- ৩/২)
১) pink collar worker, blue collar worker, white collar worker বলতে কী বোঝো?
২) WTO কী?
৩) think tank কী?
অধ্যায়: কৃষি (নম্বর --৫/ ৪)
১) ব্যাপক কৃষি ও বাগিচা কৃষির অবস্থান ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখ।
২) দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী?
(নম্বর --৩ / ২)
১) নীল বিপ্লব কী?
২) শ্বেত বিপ্লব কী?
৩) শস্য প্রগাঢ়তা কাকে বলে?
৪) ভারতে ডাল চাষের সমস্যা লেখ।
৫) উদ্যান কৃষি কাকে বলে?
অধ্যায়: শিল্প (নম্বর-- ৫/৪)
১) পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখ।
২) কানাডায় কাগজ শিল্পের উন্নতির কারণগুলি কী কী?
৩) ভারতের দক্ষিণাঞ্চলে কার্পাস বয়েন শিল্পের একদেশি ভবনের কারণগুলি আলোচনা কর।
৪) ভারতে পাট শিল্পের সমস্যাগুলি আলোচনা করো।
অধ্যায়: জনসংখ্যা ও জনবসতি (নম্বর --৫/৪)
১) জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ কর।
২) জনসংখ্যার অসম বন্টনের কারণগুলি আলোচনা কর।
৩) কার্যাবলীর ভিত্তিতে পৌর বসতির শ্রেণীবিভাগ কর এবং উদাহরণ দাও।
(নম্বর -- ৩/২)
১) জনবিস্ফোরণ বলতে কী বোঝো?
২) কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য কী?
৩) জনসংখ্যা পিরামিড বলতে কী বোঝো?
৪) পৌর বসতি বসতির সংজ্ঞা দাও।
৫) হ্যামলেট কী?
৬) মহানগর কী?
৭) নগরায়ন কাকে বলে?
৮) নগরায়নের সমস্যাগুলি লেখ।
অধ্যায়: আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন (নম্বর ৪/৩/২)
১) অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝো?
২) মানব উন্নয়ন কী?
৩) পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য লেখ।
৪) বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো?
৫) কলকাতা বন্দরের সহোপযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব কি লেখো।
৬) ছত্রিশগড়ের খনিজ শিল্পের পরিচয় দাও।
৭) বেঙ্গালুরুতে ইলেক্ট্রনিক্স শিল্পের উন্নতির কারণ কী?
যেখানে যেখানে ছবি অথবা ডায়াগ্রাম দেয়ার সুযোগ রয়েছে, সেখানে ছবি দিয়ে উত্তর লিখলে ভালো নম্বর তোলা যায়। টু দ্য পয়েন্ট উত্তর লেখার চেষ্টা করতে হবে। তাতে সব প্রশ্নের উত্তর লেখার জন্য সময় বের করা যাবে। সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো।