WBCHSE West Bengal HS Result 2024 Live: উচ্চমাধ্যমিকের রেজাল্ট ডাউনলোড করবেন কীভাবে? রইল একাধিক লিঙ্ক। অফিসিয়াল সাইট wbresults.nic.in তো বটেই, সরাসরি আমাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। এই লিঙ্কে ক্লিক করে(CLICK HERE) সেখানে বক্স ভরেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। প্রয়োজনে এখন থেকেই এই লিঙ্কটি বুকমার্ক করে রেখে দিন। কারণ বেলা ১টায় রেজাল্ট প্রকাশিত হবে। ৩টে থেকে অনলাইনে দেখা যাবে। এখন থেকেই তাই সেভ করে রাখুন।
কোন কোন লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
সরাসরি লিঙ্ক: https://bangla.aajtak.in/board-exam-results/wbchse-west-bengal-board-12th-result?utm_source=atweb_share
এই লিঙ্কে গিয়ে রোল নম্বর, জন্ম তারিখ দিলেই দ্রুত রেজাল্ট দেখে নিতে পারবেন। PDF ফরম্যাটে মার্কশিট ডাউনলোডও করে রাখা যাবে।
অফিসিয়াল লিঙ্ক: https://wbresults.nic.in/
বুধবার বেলা ১টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা bangla.aajtak.in-এ রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে রেজাল্ট দেখতে পারেন।
কীভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেখতে ও ডাউনলোড করবেন?
স্টেপ ১: প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।
স্টেপ ২: এরপর হোমপেজে দেওয়া রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে।
স্টেপ ৩: এ বার নিজেদের রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে।
স্টেপ ৪: রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।
মনে রাখবেন, এটি কিন্তু অস্থায়ী মার্কশিট। আগামী ১০ মে থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে।
দুপুর ৩টে থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক চালু হল। রেজাল্ট দেখতে ক্লিক করুন এই লিঙ্কে: CLICK HERE
উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভীক দাস, পেয়েছেন ৪৯৬ নম্বর(৯৯.২%)
উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় সৌমদীপ সাহা। সংবাদমাধ্যমকে জানালেন, 'প্রথম দশে থাকবে ভেবেছিলাম, সেকেন্ড হব এক্সপেক্ট করিনি... মা-বাবা কেঁদে ফেলেছেন।'
ছেলেদের মধ্যে পাশের হার ৯২.৩২% । মেয়েদের মধ্যে পাশের হার ৮৮.১৮% ।
HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৪-এর তালিকা প্রকাশ সংসদের
প্রথম: অভীক দাস, আলিপুরদুয়ার, ৪৯৬ - ৯৯.২%
দ্বিতীয়: সৌমদীপ সাহা, ৪৯৫ - ৯৯%
তৃতীয়: অভিষেক বৈদ্য, ৪৯৪ - ৯৮.৮%
চতুর্থ: এঁরা মেয়েদের মধ্যে প্রথম
HS Topper: উচ্চমাধ্যমিকে প্রথম ৩-এর তালিকা প্রকাশ সংসদের
প্রথম: অভীক দাস, আলিপুরদুয়ার, ৪৯৬ - ৯৯.২%
দ্বিতীয়: সৌমদীপ সাহা, ৪৯৫ - ৯৯%
তৃতীয়: অভিষেক বৈদ্য, ৪৯৪ - ৯৮.৮%
উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস, ম্যাকউলিয়াম হাইস্কুল, আলিপুরদুয়ার
টপ টেনে মোট ৫৮ জন পরীক্ষার্থী ১৫টা জেলা থেকে।
সবচেয়ে বেশি রয়েছে হুগলি থেকে। মোট ১৩ জন পরীক্ষার্থী।
দ্বিতীয়তে রয়েছে বাঁকুড়া- ৯ জন।
কলকাতা থেকে ৫ জন পরীক্ষার্থী প্রথম ১০-এ রয়েছে।
৫ নম্বরে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর।
'৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে', পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী
বিজ্ঞান গ্রুপে পাশের হার সর্বোচ্চ ৯৭.১৯%, আর্টস গ্রুপে পাশের হার ৮৮.২%
উচ্চ মাধ্যমিকে প্রায় ৯০ শতাংশ পাশ, জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য
আমরা রেজাল্ট দেব ১০ মে আমাদের ৫৫টা ক্যাম্পের মাধ্যমে, ১০ তারিখ থেকে ১৩ তারিখ বিশেষ পোর্টালে তৎকাল সার্ভিস থাকবে। এখান থেকে কোনও সমস্যা থাকলে ৭ দিনের মধ্যে আমরা রিভাইজড রেজাল্ট দিয়ে দেব: সংসদ সভাপতি
এবার মার্কশিটে QR কোড স্ক্যান করলেই নাম, রোলনম্বর, ক্যান্ডিডেট কোড সব জানা যাবে: সংসদ সভাপতি
এবার অনলাইন রেজাল্ট, ডিজিটাইজড পদ্ধতিতে করা হয়েছে, সেই কারণে দ্রুত ফল বের হয়েছে। প্রথমবার এভাবে করা হল, টেস্ট করা হল। প্রথমবার বলে, নয় তো আরও ১০-১৫ দিন আগে রেজাল্ট বের করা যেত: চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
উচ্চমাধ্যমিকের রেজাল্ট আউট, সংবাদ সম্মেলন শুরু করল সংসদ
আর কয়েক মিনিট বাদেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, সংবাদ সম্মেলন করবে সংসদ।
১: আপনার ফোনে DigiLocker অ্যাপে যান এবং সাইন-আপে ক্লিক করুন।
২: নাম, ইমেল আইডি, আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বরের মতো বিশদ বিবরণ দিয়ে রেজিস্টার করুন।
৩: লগ ইন করার পরে WB 12 Result 2024 চেক করুন।
৪: আপনার আধার কার্ড নম্বর লিখুন এবং সাবমিটে ক্লিক করুন।
৫: WB 12 Result 2024 স্ক্রিনে দেখা যাবে।
৬: এরপর আপনার রোল নম্বর লিখে মার্কশিট চেক করুন।
নির্দিষ্ট লিঙ্ক থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট পিডিএফ ফরম্যাটে খুলবে। এরপর উপরের কোনের দিকে সেভ করার অপশন পাবেন।
কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী দুপুর ১টায় রেজাল্ট বের হবে। অতীতে দেখা গেছে, প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরপরই উচ্চ মাধ্যমিকের নম্বর চেক করার লিঙ্কটি সক্রিয় করা হয়। পড়ুয়ারা তাদের রোল নম্বর ব্যবহার করে রেজাল্ট দেখতে পারেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল। প্রায় ৯ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে প্রায় ৭.৬৫ লাখ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই বছর পাশের হার ৮৬.৩১ শতাংশ।
যে ছাত্রছাত্রীরা এই বছর পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছে তাদের ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, বাণিজ্য ও কলা তিনটি ধারারই ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।
wbresults.nic. in
দুপুর ১টায় HS-এর রেজাল্ট ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে, পাশের হার, টপারদের নাম শেয়ার করা হবে।
ধাপ ১: আমাদের ওয়েবসাইট bangla.Aajtak.in-এ যান।
ধাপ ২: হোম পেজে 'বোর্ড রেজাল্ট'-এ ক্লিক করুন।
ধাপ ৩: এখানে 'WB12th Result 2024 'লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৪: এখন আপনার রোল নম্বর বা রোল কোড লিখুন।
ধাপ ৫: রেজাল্ট দেখতে পাবেন।
ধাপ ৬: ফলাফলের অনলাইন কপি ডাউনলোড করুন এবং একটি প্রিন্টআউট নিন এবং আপনার কাছে রাখুন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৮ মে। আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
এবার উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গত বছরের তুলনায় এবার উচ্চ মাধ্যমিকে ৬৩ হাজার পরীক্ষার্থী
কমেছে। তবে ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীদের হার অনেকটাই বেশি এবারের উচ্চ মাধ্যমিকে।
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WB HS board exams 2024) হয়েছিল ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি।