Advertisement

WBMSC Job News: কলকাতা পুরসভায় ৬৭৫ জন ‘কনজারভেন্সি মজদুর’ নিয়োগ, রইল আবেদনের Link

WBMSC Job News: রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদেরর জন্য বড় খবর। কনজারভেন্সি মজদুর নিয়োগ ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)। কলকাতা পুরসভার অধীনে মোট ৬৭৫টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

প্রতিবেদনের শেষে অফিসিয়াল নোটিফিকেশনের PDF লিঙ্ক দেওয়া হল।প্রতিবেদনের শেষে অফিসিয়াল নোটিফিকেশনের PDF লিঙ্ক দেওয়া হল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 12:36 PM IST
  • রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদেরর জন্য বড় খবর।
  • কনজারভেন্সি মজদুর নিয়োগ ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)।
  • কলকাতা পুরসভার অধীনে মোট ৬৭৫টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

WBMSC Job News: রাজ্যে সরকারি চাকরিপ্রার্থীদেরর জন্য বড় খবর। কনজারভেন্সি মজদুর নিয়োগ ২০২৫(Conservancy Mazdoor) এর বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)। কলকাতা পুরসভার অধীনে মোট ৬৭৫টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ২১ অগাস্ট থেকে আবেদন শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ হাতে আর মাত্র ২ দিন।

যা যা জানা জরুরি

সংস্থা: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)

পদ: কনজারভেন্সি মজদুর

মোট শূন্যপদ: ৬৭৫

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী)। সংরক্ষণ থাকা প্রার্থীরা নিয়ম অনুযায়ী এক্ষেত্রে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: পড়তে ও লিখতে জানতে হবে। এর বাইরে কোনও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আবশ্যক নয়।

বেতন: পে লেভেল–১ অনুযায়ী।

আবেদন ফি: সাধারণ, ইডব্লিউএস ও ওবিসি প্রার্থীদের জন্য ₹২০০। এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য ₹৫০।

ওয়েবসাইট: mscwb.org(CLICK HERE)

ভ্যাকেন্সি ব্রেক আপ

জেনারেল (UR): ৩০৮

EWS: ৬৮

SC: ১৪৫

ST: ৩৮

OBC (A): ৬৮

OBC (B): ৪৮

মোট: ৬৭৫

সিলেকশন প্রসেস
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা হবে। তারপর নথিপত্র চেক করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে কমিশন।

কী কাজ করতে হবে

নোটিফিকেশ অনুযায়ী ‘কনজারভেন্সি মজদুর’ এর প্রধান কাজ হল,

১. বিভিন্ন ওয়ার্ডে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ।

২. রাস্তা ও গলি নিয়মিত ঝাঁট দেওয়া।

৩. বর্জ্য পরিবহণ। হাতগাড়ি, ট্রাইসাইকেল, ডাম্পার বা ট্রাকে করে কম্প্যাক্টর স্টেশন বা ভ্যাটে পৌঁছে দেওয়া।

৪. ধাপায় বর্জ্য ডাম্পিংয়ের কাজে সহায়তা করা।

নোটিফিকেশন পড়তে এখানে ক্লিক করুন ->View PDF

আবেদন প্রক্রিয়া
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। WBMSC র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।

Advertisement
Read more!
Advertisement
Advertisement