Advertisement

WBTET 2023 Result: পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট ২০২৩ এর রেজাল্ট, মার্কশিট Download করুন @wbbpe.wb.gov.in

WBTET 2023 Result: আজ পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা WBTET ২০২৩ এর রেজাল্ট। বুধবার বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট(wbbpe.wb.gov.in) থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

WBTET 2023 এর রেজাল্ট প্রকাশ।WBTET 2023 এর রেজাল্ট প্রকাশ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2025,
  • अपडेटेड 5:45 PM IST
  • আজ পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা WBTET ২০২৩ এর রেজাল্ট।
  • বুধবার বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট(wbbpe.wb.gov.in) থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
  • প্রায় ২.৭২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

WBTET 2023 Result: আজ পশ্চিমবঙ্গ প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেস্ট বা WBTET ২০২৩ এর রেজাল্ট। বুধবার বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট(wbbpe.wb.gov.in CLICK HERE) থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। প্রায় ২.৭২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের হাতে মার্কশিট আসতে চলেছে।

WBTET রেজাল্ট কীভাবে দেখবেন?
ফল প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ(west bengal board of primary education)। পরীক্ষার্থীরা wbbpe.wb.gov.in অথবা wbbeprimary.org ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন। রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করলেই মার্কশিট পিডিএফ দেখা যাবে। সেটি সেভ করে প্রিন্ট আউট নেওয়া যাবে।

হোমপেজে WBTET Marksheet 2025 PDF লিঙ্কে ক্লিক করুন

রেজিস্ট্রেশন নম্বর/ রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করুন

স্ক্রিনে WBTET মার্কশিট ২০২৫ এসে যাবে

পিডিএফ Download করে সেভ করুন এবং প্রিন্ট আউট নিন

মার্কশিটে কী কী থাকবে?
WBTET মার্কশিট ২০২৫ এ পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর, পাস/ ফেল স্ট্যাটাস, র‍্যাঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।

কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন?
এইবার প্রায় ৩ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। তার মধ্যে ২.৭২ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। ডিসেম্বর ২৪, ২০২৩ এ এই পরীক্ষা য়েছিল।

নিয়োগের বিজ্ঞপ্তি
ফল প্রকাশের পর শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, শীঘ্রই ১৩,৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে পর্ষদ। 

মেরিট লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?
রেজাল্টের সঙ্গে টপার্স লিস্ট বা মেরিট লিস্টও প্রকাশিত হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে যান

WBTET Merit List PDF লিঙ্কে ক্লিক করুন
মেরিট লিস্ট ডাউনলোড করে সেভ করুন ও প্রিন্ট আউট নিন

আন্দোলনের আবহের মধ্যেই ফল
গত কয়েক সপ্তাহ ধরে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। ২০২২ এবং ২০২৩ টেট পাশ করেও অনেকেই নিয়োগ পাননি। সেই আবহেই ২০২৩ সালের ফলাফল প্রকাশিত হচ্ছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement