Advertisement

Madhyamik Result 2025 LIVE: মাধ্যমিকে পাশের হার এ বছর সর্বোচ্চ, এগিয়ে মেয়েরা

আজকের সাংবাদিক সম্মেলনে WBBSE টপারদের নাম, পাশের হার, এবং জেলার ভিত্তিতে পারফরম্যান্সের বিস্তারিত তথ্য জানাল। এই পেজে আপনারা রেজাল্ট সংক্রান্ত সমস্ত ব্রেকিং আপডেট, Topper এর নাম, পাশের হার, এবং গুরুত্বপূর্ণ তথ্য একঝলকে পেয়ে যাবেন।

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৫মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2025,
  • अपडेटेड 9:33 AM IST
  • যেভাবে রেজাল্ট দেখতে পারবেন অনলাইনে
  • ১০টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন
  • কবে হয়েছিল পরীক্ষা?

West Bengal Madhyamik Result 2025 আজ, ২ মে, সকাল ৯টা নাগাদ প্রকাশিত হল। WBBSE (West Bengal Board of Secondary Education) প্রেস কনফারেন্সে ফল ঘোষণা করার পর ছাত্রছাত্রীরা সকাল ১০টা থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন।

যেভাবে রেজাল্ট দেখতে পারবেন অনলাইনে:

আরও পড়ুন

অফিশিয়াল সাইট: www.wbbse.wb.gov.in

বিকল্প সাইট: www.wbresults.nic.in

মোবাইলেও দেখতে পারবেন SMS-এর মাধ্যমে।

ফল দেখতে যা লাগবে:

রোল নম্বর

জন্মতারিখ

এবার মোট কতজন পরীক্ষার্থী:

চলতি বছরে মোট ১০.৭২ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

মেয়েদের পাশের হার বেশি

মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। কন্টিনিউয়িং পরীক্ষার্থী ৫৪ হাজার ১৪৩ জন। কম্পাটমেন্টাল পরীক্ষার্থী ১ হাজার ৩৯৯ জন। ছেলেদের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৮৮১ জন। মেয়েদের সংখ্যা ৫ লক্ষ ৪৩ হাজার ৫৪৪ জন। ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৭.২৬ শতাংশ বেশি।

কবে হয়েছিল পরীক্ষা?

মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

আজকের সাংবাদিক সম্মেলনে WBBSE টপারদের নাম, পাশের হার, এবং জেলার ভিত্তিতে পারফরম্যান্সের বিস্তারিত তথ্য জানাল। এই পেজে আপনারা রেজাল্ট সংক্রান্ত সমস্ত ব্রেকিং আপডেট, Topper এর নাম, পাশের হার, এবং গুরুত্বপূর্ণ তথ্য একঝলকে পেয়ে যাবেন।

গতবারের তুলনায় বাড়ল পাশের হার

পাশের হারে দ্বিতীয় স্থানে কালিম্পং জেলা। গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বার ছিল ৮৬.৩১ শতাংশ।

প্রথম স্থানে অদৃত সরকার

মেধাকতালিকায় মাধ্যমিকে প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। পেয়েছেন ৬৯৬ নম্বর। ৯৯.৪৩ শতাংশ নম্বর। দ্বিতীয় হয়েছে মালদায় দুই জন, রামকৃ ৬৯৪ পেয়েছে ও বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুল সৌম্য পাল ৯৯.১৪ শতাংশ, কতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ে ঈশানী চক্রবর্তী তৃতীয় হয়েছে। 

Advertisement

পাশের হার সবচেয়ে বেশি

এ বছর পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারে পূর্ব মেদিনীপুর, কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর। এই চার জেলায় সবচেয়ে বেশি পাশের হার। ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জনের মধ্যে ৮৬.৫৬ শতাংশ পাশ করেছে।  
 

Read more!
Advertisement
Advertisement