Advertisement

Interview Tricky Questions : কোন প্রাণী ঘুমোলেই মরে যায়? রইল উত্তর

UPSC হোক বা অন্য কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউতে প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে ধরা হয় যে উত্তর দেওয়ার সময় সেরা প্রার্থীও বিভ্রান্ত হয়ে পড়েন। এমতাবস্থায় অনেক সময় পরীক্ষার্থীরা সহজ প্রশ্নেরও ভুল উত্তর দেন। অনেক সময় ইন্টারভিউতে এমন অনেক জটিল প্রশ্ন করা হয়, যার উত্তর আপনি সিলেবাসে পাবেন না। এই প্রশ্নগুলি আপনার আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়। তাই এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া জরুরি। এমনই কিছু জটিল প্রশ্নের উত্তর রইল এখানে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Apr 2022,
  • अपडेटेड 4:00 PM IST
  • সরকারি চাকরি করতে চান?
  • পাশ করতে হবে ইন্টারভিউ
  • রইল কিছু প্রশ্ন উত্তর

General Knowledge : সরকারি চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের কঠিন ইন্টারভিউয়ের মধ্য দিয়ে যেতে হয়। UPSC হোক বা অন্য কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারভিউতে প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে ধরা হয় যে উত্তর দেওয়ার সময় সেরা প্রার্থীও বিভ্রান্ত হয়ে পড়েন। এমতাবস্থায় অনেক সময় পরীক্ষার্থীরা সহজ প্রশ্নেরও ভুল উত্তর দেন। অনেক সময় ইন্টারভিউতে এমন অনেক জটিল প্রশ্ন (Interview Questions) করা হয়, যার উত্তর আপনি সিলেবাসে পাবেন না। এই প্রশ্নগুলি আপনার আত্মবিশ্বাস এবং উপস্থিত বুদ্ধি পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়। তাই এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া জরুরি। এমনই কিছু জটিল প্রশ্নের উত্তর রইল এখানে। 

প্রশ্ন - ব্যাঙ ওড়ে কোনওদিন শুনেছেন? কিন্তু হ্যাঁ, উড়ন্ত ব্যাঙ রয়েছে। সেই ব্যাঙের নাম জানেন?
উত্তর - রোকো ফোরস। 

প্রশ্ন - ফোন, কম্পিউটার, ল্যাপটপ, বা সোশ্যাল অ্যাকাউন্টে পাসওয়ার্ড তো সবাই ব্যবহার করেন, কিন্তু এটা জানেন কি পাসওয়ার্ডকে হিন্দিতে কী বলে?
উত্তর - পাসওয়ার্ডকে হিন্দিতে বলা হয় কূটশব্দ।

প্রশ্ন - সাধারণত সব প্রাণীই কোনও না কোনও সময় বিশ্রাম নেয়, কিন্তু এমন কোন প্রাণী আছে যেটি একবার ঘুমোলেই মরে যায়?
উত্তর - পিঁপড়ে একবার ঘুমোলেই মরে যায়। 

প্রশ্ন - কোন দেশে সোনার এটিএম রয়েছে?
উত্তর - দুবাইতে রয়েছে সোনার এটিএম।  

প্রশ্ন - কোন প্রাণী জন্মের পর ২ মাস পর্যন্ত ঘুমোয়?
উত্তর - ভাল্লুক জন্মের পর ২ মাস পর্যন্ত ঘুমোয়। 

প্রশ্ন - ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তর - মৌলনা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আধুনিক প্রতিষ্ঠান চালু করেন। 

প্রশ্ন - ভারতে আসা ইংরেজদের প্রথম জাহাজ কোনটি?
উত্তর - ভারতে আসা প্রথম ব্রিটিশ জাহাজ ছিল রেড ড্রাগন।

Advertisement

প্রশ্ন - কোন মাছ এক চোখ খুলে ঘুমোয়?
উত্তর - ডলফিন একচোখ খুলে ঘুমোয়।

আরও পড়ুনডায়াবেটিস রোগীদের কখন-কতটা ফল খাওয়া উচিত?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement