নদিয়ার রানাঘাট ব্রজবালা হাইস্কুলের ছাত্রী এবার মাধ্যমিকে এরাজ্যে দশম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে খুশি তার মা বাবা এবং স্কুলের শিক্ষিকারা। আজ ওই স্কুলে এই সাফল্যের কথা শুনে গর্বিত সুকন্যা দেবনাথের সহ কর্মী বন্ধু বান্ধব সকলে। এবছরে মাধ্যমিকে সে এবার তার প্রাপ্ত নম্বর ৬৮৪।