Advertisement

Abhishek on Abhijit: 'বিচারপতি থাকার সময়েই BJP-র সঙ্গে যোগাযোগে ছিলেন,' পাল্টা অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ, 'উনি স্পষ্টত একটি সত্যি কথা বলে দিয়েছেন। উনি বলেছেন, আই অ্যোপ্রোচড বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। উনি তার মানে বলছেন, আমি যখন বিচারকের আসনে ছিলাম, এজলাসে বিভিন্ন রায় দিয়েছি, তখন আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম।'

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়া অভিষেকের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2024,
  • अपडेटेड 6:25 PM IST
  • উনি তার মানে, বিচারক থাকাকালীনই BJP-র সঙ্গে যোগাযোগে ছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই বিশ্লেষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
  • তিনি বলেন, 'উনি স্পষ্টত একটি সত্যি কথা বলে দিয়েছেন। উনি বলেছেন, আই অ্যোপ্রোচড বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। উনি তার মানে বলছেন, আমি যখন বিচারকের আসনে ছিলাম, এজলাসে বিভিন্ন রায় দিয়েছি, তখন আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম।'
  • মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

'উনি তার মানে... বিচারপতি থাকাকালীনই BJP-র সঙ্গে যোগাযোগে ছিলেন,' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিশ্লেষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'উনি স্পষ্টত একটি সত্যি কথা বলে দিয়েছেন। উনি বলেছেন, আই অ্যাপ্রোচড বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচড মি। উনি তার মানে বলছেন, আমি যখন বিচারপতির আসনে ছিলাম, এজলাসে বিভিন্ন রায় দিয়েছি, তখন আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম।' মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

'বিজেপির নেতারা আমার নাম নেয় না'
অভিষেক বলেন, 'গণতান্ত্রিক দেশে যে যেখানে দাঁড়াতে চায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি সংবাদমাধ্যমে যেটুকু দেখেছি, তাতে একটি বিষয় লক্ষ্য করেছি। বিজেপির নেতারা আমার নাম নেয় না। প্রাক্তন বিচারপতিও ভাববাচ্যে কথা বলছেন। প্রাক্তন বলছি কারণ উনি ইস্তফা দিয়ে দিয়েছেন। উনিও আমার নাম নেননি। এই মিলটা খুব ইন্টারেস্টিং।' 

প্রসঙ্গত, মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা পত্র জমা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর দুপুর ২টো নাগাদ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, 'মমতার বিরুদ্ধে হলে আসল লড়াই হবে। উনি প্রকৃত রাজনীতিবিদ। কোনও তালপাতার সেপাইকে দুর্বৃত্ত বলে মনে করি। ওঁর নাম নেব না। ওঁর নাম আমি স্ল্যাং বলে মনে করি।'

তিনি বলেন, 'আমি ভয় পাই নাকি। আমি দেখিয়ে দেব তার দুর্বৃত্ত দলকে কীভাবে মোকাবিলা করতে হয়। আমি দেখিয়ে দেব। ডায়মন্ডহারবারে ওর দুর্বৃত্ত দল আছে। লক্ষ লক্ষ ভোটে হারাব।'

কবে যোগ দিচ্ছেন BJP-তে?
এদিনের সংবাদ সম্মেলনে অভিজিৎ জানান, 'ফরমালি বিজেপি-তে যোগ দেব ৭ তারিখে। জয়েনের পর তারা আমাকে যে দায়িত্ব দেবে, সেটাই করব।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement