Advertisement

Lok sabha Elections 2024: রাহুল কোন কেন্দ্রে? ভোটে লড়তে পারেন প্রিয়াঙ্কা, কংগ্রেসের প্রার্থীতালিকায় চমক

লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীতালিকায় কারা থাকছেন, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। রাহুল গান্ধী ফের কেরলের ওয়েনাড় থেকে লড়তে পারেন বলে খবর। তবে ফের উত্তরপ্রদেশের অমেঠি থেকে সনিয়া-পুত্র লড়বেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। অন্য দিকে, ভোটের ময়দানে এবার শামিল হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। 

রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী।রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Mar 2024,
  • अपडेटेड 7:43 AM IST
  • শুক্রবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস।
  • অমেঠি থেকে সনিয়া-পুত্র লড়বেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
  • ভোটের ময়দানে এবার শামিল হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। 

লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীতালিকায় কারা থাকছেন, এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, শুক্রবার প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। রাহুল গান্ধী ফের কেরলের ওয়েনাড় থেকে লড়তে পারেন বলে খবর। তবে ফের উত্তরপ্রদেশের অমেঠি থেকে সনিয়া-পুত্র লড়বেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। অন্য দিকে, ভোটের ময়দানে এবার শামিল হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। 

সূত্রের খবর, কংগ্রেসের প্রথম প্রার্থীতালিকা বৃহস্পতিবার চূড়ান্ত করেছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। গতকাল দিল্লিতে দলের সদর দফতরে বৈঠকে বসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সনিয়া গান্ধী। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু শেষ পর্যন্ত বৈঠকে যোগ দিতে পারেননি রাহুল।  'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচিতে জয়পুরে রয়েছেন তিনি। 

রাহুল কোন কেন্দ্রে ভোটে লড়বেন, তা নিয়ে জল্পনা চলছেই। গতবার লোকসভা নির্বাচনে অমেঠি এবং ওয়েনাড় থেকে ভোটে লড়েছিলেন রাহুল। ওয়েনাড়ে জিতলেও অমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। এবছর ফের ওয়েনাড় থেকে ভোটে লড়তে পারেন তিনি। ইতিমধ্যেই ওয়েনাড়ে প্রার্থী দিয়েছে বামেরা। তাই রাহুলের কাছে ওয়েনাড় বড় চ্যালেঞ্জ। ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে সিপিআই। অন্য দিকে, ফের অমেঠিতে রাহুল লড়বেন কিনা, তা নিয়েও জল্পনা চলছে। 


অন্য দিকে, চব্বিশের লোকসভার লড়াইয়ে শামিল হতে পারেন সনিয়া-কন্যা। সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রিয়াঙ্কা ভোটে লড়তে পারেন বলে জল্পনা। এবছর লোকসভা ভোটে লড়ছেন না সনিয়া। রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তিনি। ফলে সনিয়ার রায়বরেলিতে প্রিয়াঙ্কাকেই চাইছেন দলীয় নেতা-কর্মীরা। 

সূত্রের খবর, তিরুঅনন্তপুরম কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন শশী থারুর। ভূপেশ বাঘেলকে প্রার্থী করা হতে পারে রাজনন্দগাঁও থেকে। ভোটে টিকিট পেতে পারেন মল্লিকার্জুন খাড়গের জামাই রাধাকৃষ্ণ দোদ্দামানি। 

ইতিমধ্যেই প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। ৪০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন মোদী-শাহরা। অন্য দিকে, মোদীবাহিনীকে হটাতে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'য় শামিল হয়েছে কংগ্রেস। কিন্তু বাংলা-সহ বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে ধাক্কা খেয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে ভোটযুদ্ধে কাদের প্রার্থী ঘোষণা করে কংগ্রেস, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement