Advertisement

Indore Congress: হঠাৎ মনোনয়ন প্রত্যাহার কংগ্রেস প্রার্থীর, বিনা লড়াইয়ে আরও একটি জয় BJP-র?

গুজরাটের সুরাটের পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরেও কি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজেপি? সোমবার এমন জল্পনাই দানা বাঁধল রাজনীতির ময়দানে। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম্ব।

এই ছবি পোস্ট করেছেন কৈলাশ বিজয়বর্গীয়।এই ছবি পোস্ট করেছেন কৈলাশ বিজয়বর্গীয়।
Aajtak Bangla
  • ইন্দোর,
  • 29 Apr 2024,
  • अपडेटेड 1:11 PM IST
  • মধ্যপ্রদেশের ইন্দোরেও কি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজেপি?
  • সোমবার এমন জল্পনাই দানা বাঁধল রাজনীতির ময়দানে।
  • মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম্ব।

গুজরাটের সুরাটের পর এবার মধ্যপ্রদেশের ইন্দোরেও কি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজেপি? সোমবার এমন জল্পনাই দানা বাঁধল রাজনীতির ময়দানে। এদিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয় কান্তি বাম্ব। শুধু তাই নয়, তাঁর বিজেপিতে যোগদানের জল্পনাও জোরারো হয়েছে। অক্ষয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সে রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় লিখেছেন, 'দলে স্বাগত'। 


ইন্দোরের কংগ্রেস প্রার্থীর এমন পদক্ষেপে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে হাত-শিবির। যদিও ওই কেন্দ্রে বিকল্প প্রার্থী দেওয়া হবে কি না, তা  এখনও স্পষ্ট নয়। লোকসভা নির্বাচনের আগে এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সে রাজ্যের রাজনীতিতে। 

সম্প্রতি, সুরাটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই জয়ী হয়েছেন সেখানকার বিজেপি প্রার্থী মুকেশ দালাল। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভনির মনোনয়ন বাতিল হয়েছিল। ওই কেন্দ্রে বাকি ৮ জন বিরোধী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তার ফলেই বিনা লড়াইয়ে জয়ী হন বিজেপি প্রার্থী। সুরাতের এই ঘটনার পর এবার ইন্দোরেও একই পরিস্থিতি হবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

এ বার ভোটযুদ্ধে ৪০০ আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী বাহিনী। বিজেপি একক ভাবে ৩৭০ আসন পেতে মরিয়া। সবমিলিয়ে ৪০০ আসন নিজেদের দখলে রাখতে চায় এনডিএ। সেই লক্ষ্যপূরণে ঝাঁপিয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। পুরোদমে চলছে প্রচার পর্ব। গোটা দেশের মতো বাংলাকেও পাখির চোখ করেছে পদ্ম শিবির। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি ভোট প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তৃতীয় দফার ভোটের আগে ফের বাংলায় আসতে পারেন মোদী। কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। মোদীর পাশাপাশি বাংলায় সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সভা করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। 
 

Read more!
Advertisement
Advertisement