Advertisement

Rachna Banerjee Eats Ghugni: হুগলির ঘুগনি খেয়ে মুগ্ধ রচনা, বললেন, 'বাড়ির থেকেও ভাল', VIRAL

লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েক দিন আগে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলির ঘুগনিও জিতে নিল 'দিদি নং ১'-এর মন। দইয়ের মতো হুগলির ঘুগনিও তাঁর বাড়ির চেয়ে ভাল, একথা বলতেও শোনা গেল টলিপাড়ার নায়িকাকে। রচনার এহেন মন্তব্য নতুন করে সাড়া ফেলল সোশ্যাল মিডিয়ায়। 

ঘুগনি খেলেন এবং খাওয়ালেন রচনা।
Aajtak Bangla
  • হুগলি,
  • 28 Mar 2024,
  • अपडेटेड 4:02 PM IST
  • হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়।
  • এবার হুগলির ঘুগনিও জিতে নিল 'দিদি নং ১'-এর মন।
  • হুগলির ঘুগনির প্রশংসা করলেন রচনা।

লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে কয়েক দিন আগে হুগলির দই খেয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলির ঘুগনিও জিতে নিল 'দিদি নং ১'-এর মন। দইয়ের মতো হুগলির ঘুগনিও তাঁর বাড়ির চেয়ে ভাল, একথা বলতেও শোনা গেল টলিপাড়ার নায়িকাকে। রচনার এহেন মন্তব্য নতুন করে সাড়া ফেলল সোশ্যাল মিডিয়ায়। 

ক'দিন আগেই হুগলির সিঙ্গুরে প্রচারে গিয়ে দই খেয়েছিলেন রচনা। দই খাওয়ার পর তৃণমূলের তারকা প্রার্থীকে বলতে শোনা যায়, 'টকদইটা তো অসাধারণ। বাবা!আমাদের বাড়িতে তো এরকম টকদই হয়ই না কলকাতাতে। কী দই হয় কে জানে!' একথা বলতে গিয়ে নিজেও হেসে ফেলেন রচনা। তারপরেই বলেন, 'এবার তো এখান থেকে নিয়ে যাব। যতবার আসব, ততবার নিয়ে যাব। দারুণ। তার মানে কী, সিঙ্গুরে এত ঘাস, গাছপালা। গরু সেগুলো খাচ্ছে। এসব খেয়ে গরু হৃষ্টপিষ্ট হচ্ছে। ফলে দুধ ভাল হচ্ছে।' রচনার এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

রচনার সেই মন্তব্যের পর এবার ঘুগনি খাওয়ার দৃশ্য প্রকাশ্যে এল। বৃহস্পতিবার পাণ্ডুয়ায় প্রচার চলাকালীন রাস্তায় ঘুগনি খান রচনা। ঘুগনি মুখে দেওয়ার পরই রচনা বলেন, 'ভাল খেতে তো। বাড়ির চেয়েও ভাল।' অনেককেও ঘুগনি খাওয়াতেও দেখা যায় রচনাকে। হুগলির অনেক জিনিসিই যে তিনি পছন্দ করছেন, তা তাঁর বক্তব্যের মাধ্যমে রচনা তুলে ধরার চেষ্টা করছেন বলেই মত সংশ্লিষ্ট  মহলের একাংশের। 

বস্তুত, এই প্রথমবার ভোটের ময়দানে শামিল হয়েছেন একদা বাংলা ছবির সুপারহিট নায়িকা রচনা। বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো 'দিদি নং ১'-এর জনপ্রিয় সঞ্চালক রচনা। এই শোয়ের হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি। কিছুদিন আগে তাঁর এই শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনপ্রিয় রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। জোরকদমো প্রচার সারছেন রচনা। রবিবার হুগলিতে প্রচারের মধ্যেই রচনাকে বলতে শোনা যায়, যদি তিনি জয়ী হন, তা হলে সবার আগে হুগলির দিদিদের 'দিদি নং ১'-এ ডাকবেন। রচনার এহেন প্রতিশ্রুতি নিয়ে সরব হন তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বন্ধু লকেট চট্টোপাধ্যায়। বলেছেন,'মানুষ কাজ চায়, সুরক্ষা চায়, শিল্প চায়, দিদি নং ১ যেতে চায় না। টিভিতে মুখ দেখিয়ে কী হবে! মানুষ দুর্নীতি চায় না।' এরপরই বন্ধু রচনাকে লকেটের তোপ, 'এরকম প্রার্থী কেন করল, যার কোনও রাজনৈতিক অভিজ্ঞতা নেই।' তাঁর সংযোজন, 'হুগলির মানুষ শিক্ষিত। বোকা নয়। কোনটা রাজনীতি, কোনটা অভিনয় হুগলির মানুষ বিচার করবে।'

Advertisement

এর আগে প্রচারে বেরিয়ে রচনাকে বলতে শোনা গিয়েছে, 'রাতে আমায় টিভিতে দেখবেন, সকালে সামনে থেকে দেখবেন।' আবার হুগলিতে কারখানা রয়েছে বলে রচনার 'ধোঁয়া ধোঁয়া' মন্তব্যও ভাইরাল হয়ে গিয়েছে। 
এবার ঘুগনি খাওয়া নিয়ে রচনার মন্তব্যও নজর কাড়ল। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement