Advertisement

Lok Sabha Poll BJP: 'আসন সংখ্যা ২৪-এর পর থেকে গোনা হবে', বলছেন শুভেন্দুরা, ২৩০টি বুথে ফের ভোটের দাবি

শেষ দফার ভোটের পর আত্মবিশ্বাসি বিজেপি। বিজেপির দাবি, আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি থাকবে তাদের। অন্তত ২৪টি আসন বাংলায় বিজেপি পাবেই, এই দাবি বিজেপির। শনিবার শেষ দফার ভোটের পর বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে। 

বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি-পিটিআইবিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি-পিটিআই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2024,
  • अपडेटेड 8:02 PM IST
  • শেষ দফার ভোটের পর আত্মবিশ্বাসি বিজেপি।
  • বিজেপির দাবি, আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি থাকবে তাদের।

শেষ দফার ভোটের পর আত্মবিশ্বাসি বিজেপি। বিজেপির দাবি, আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি থাকবে তাদের। অন্তত ২৪টি আসন বাংলায় বিজেপি পাবেই, এই দাবি বিজেপির। শনিবার শেষ দফার ভোটের পর বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়েছে। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'আহতের সংখ্যা শতাধিক। ৪০-৪৫ জন হাসপাতালে রয়েছে। কলকাতার হাসপাতালেও অনেককে আনা হয়েছে। আজকের নির্বাচন রক্তাক্ত। আমরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে রাত ১২টার মধ্যে ডায়মণ্ড হারবার ও ফলতা-সহ ২৩০টি বুথে পুনর্নিবাচনের দাবি করব। আগামীকাল স্ক্রুটিনিতে এই বুথগুলির ওয়েবকাস্টিং যেন ফের দেখা হয়, সেজন্য দাবি করব।'

সেইসঙ্গে তাঁর দাবি, 'যাদবপুরের ভাঙড়ে কিছু বুথেও পুনর্নিবাচন দাবি করব। এতকিছুর পরেও ৮০ শতাংশের কাছাকাছি আমরা পাব। ডায়মণ্ড হারবার ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। ভোটটা পুলিশের সঙ্গে হয়েছে। পুলিশের সাহায্যে মৃত ভোটারদের ভোট দিয়েছে। ডায়মণ্ড হারবার ছাড়া বাকি জায়গায় বেশিরভাগ মানুষই বলেছেন, তারা অনেকদিন পরে ভোট দিতে পেরেছেন।' 

এদিনের ভোটে ব্যাপক অশান্তি ও রক্তপাতের অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গা থেকে। শুভেন্দুর কথায়, 'পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে কমিশন নিক। না হলে, রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ নির্বাচন হবে না। তাই কমিশনের কাছে এই দফার ভোট নিয়ে সুনির্দিষ্ট আবেদন লিখিত আকারে দল জানিয়ে দেবে।' 

শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, 'যে সমস্ত বুথ কেন্দ্রে কর্মীদের বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। ৭০০-৮০০ বুথে ক্যামেরা অফলাইন ছিল। এই বুথগুলোতে কেন ক্যামেরা বন্ধ থাকল। তদন্ত করে ব্যবস্থা নিক কমিশন। এতকিছুর পরেও যারা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য এবং পশ্চিবঙ্গকে জঞ্জালমুক্ত করার জন্য অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ৪ তারিখে অন্যের বিরক্তির কারণ না হয়ে সেলিব্রেশনে অংশগ্রহণ করি।' 

এদিনও বিজেপি অভিযোগ করেছে যে, তৃণমূল পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদের আমদানি করে যারা রাজ্যের পরিস্থিতিটা কলুষিত করেছে, তাদের থেকে মুক্তি চাই। ডায়মণ্ড হারবার কার্যত লুঠ করেছে। ফলতায় সব ক্যামেরা উল্টোদিকে ঘোরানো ছিল। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, বিজেপি তৃণমূলের থেকে আসন সংখ্যায় বেশি থাকবে। বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা চব্বিশের পর থেকে গোনা হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement