Advertisement

Medinipur Lok Sabha Results Trends: জুন-অগ্নিমিত্রার টানটান লড়াই, মেদিনীপুরে গণনার ট্রেন্ড জানুন

রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর। এবার মেদিনীপুরে দুই তারকা বিধায়কের লড়াই। এক জন তৃণমূলের জুন মালিয়া, অন্যদিকে,  বিজেপির অগ্নিমিত্রা পাল। দু'জনেই তারার দুনিয়ার মানুষ। এই দুই দিদির লড়াই ঘিরে সরগরম মেদিনীপুর। 

অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া।
Aajtak Bangla
  • মেদিনীপুর,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 12:22 PM IST
  • রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর।
  • এবার মেদিনীপুরে দুই তারকা বিধায়কের লড়াই।
  • জুন বনাম অগ্নিমিত্রার হাড্ডাহাড্ডি লড়াই।

রাজ্য রাজনীতির অন্যতম পীঠস্থান মেদিনীপুর। এবার মেদিনীপুরে দুই তারকা বিধায়কের লড়াই। এক জন তৃণমূলের জুন মালিয়া, অন্যদিকে,  বিজেপির অগ্নিমিত্রা পাল। দু'জনেই তারার দুনিয়ার মানুষ। এই দুই দিদির লড়াই ঘিরে সরগরম মেদিনীপুর। 

লোকসভা নির্বাচনের গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টার সময় মেদিনীপুরে এগিয়ে রয়েছেন জুন। পিছিয়ে রয়েছেন অগ্নিমিত্রা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫ হাজার ৩২১ ভোটে এগিয়ে রয়েছেন জুন। 

তবে শেষ পর্যন্ত মেদিনীপুরে কে জেতেন, তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছু সময়। 

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর দখল করেছিল বিজেপি। মেদিনীপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এবার মেদিনীপুর থেকে ভোটে লড়েননি দিলীপ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে এবার লড়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। 

অন্য দিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে লড়ে জিতেছিলেন একদা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। ওই বছর প্রথম বার ভোটে লড়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের জুন মালিয়া। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন জুন। 

অন্য দিকে, বুথফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন, তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন। বিভিন্ন সংস্থা বুথ ফেরত সমীক্ষা চালায়। ভোটারদের মনোভাবের উপর ভিত্তি করে এই সমীক্ষা করা হয়। এক্সিট পোলের ফল দেখে ভোটের ফল নিয়ে মোটামুটি আন্দাজ পাওয়া যায়। তবে সবসময় যে এক্সিট পোলের গণনা একদম সঠিক হয়, তা কিন্তু নয়। অতীতে বহুবার দেখা গিয়েছে, এক্সিট পোলের ফলাফল বাস্তবে মেলেনি। তাই এক্সিট পোলের গণনা যে পুরোপুরি মিলে যাবে তার কোনও নিশ্চয়তা নেই।

তবে এখনও পর্যন্ত গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বাংলায় অনেক পিছিয়ে রয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে তৃণমূল। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement