Advertisement

মোদীজির মিথ্যা ধ্যান ও জ্ঞানের কোনও প্রভাব দেশে পড়বে না: অধীর

কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাংর দাবি, মোদীজির ভ্রান্ত ও মিথ্যা জ্ঞানের কোনও প্রভাব দেশে পড়বে না।

মোদীজির মিথ্যা ধ্যান ও জ্ঞানের কোনও প্রভাব দেশে পড়বে না: অধীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2024,
  • अपडेटेड 2:17 PM IST
  • কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • আর তা নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাংর দাবি, মোদীজির ভ্রান্ত ও মিথ্যা জ্ঞানের কোনও প্রভাব দেশে পড়বে না। অধীর বলেন,'মোদীজি এখন ধ্যানে চলে গিয়েছেন। তিনি এখন কোনও কথা বলবেন না। ৪ তারিখের পর তাঁর ধ্যান ভঙ্গ হবে, তারপর কোনও নতুন নাটক শুরু হবে।  অনেক মাস হল মোদীজি দেশজুড়ে জ্ঞান বিতরণ করেছেন। কর্মসংস্থান নিয়ে কোনও কথা বলেননি, মূল্যবৃদ্ধি নিয়ে কোনও কথা বলেননি। কৃষক আত্মহত্যা নিয়েও কোনও কথা হয়নি। কিন্তু জ্ঞান বিতরণে মোদীজি ক্লান্ত হননি। উনি মিথ্যা জ্ঞান দেন।'

আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে অধীর আরও বলেন, 'নির্বাচনের শেষ পর্যায়ে এসে মনে হয়েছে, আর মিথ্যা জ্ঞান বিতরণের সময় পাওয়া যাবে না। তাই চুপ থেকে ভোট পাওয়ার জন্য ধ্যান করা যাক। এই ধ্যান আর জ্ঞান মোদীজির নাটকের অংশ। স্বামীজিকে যদি মন থেকে স্মরণ করতেন তাহলে মোদীজির মুখ দিয়ে দেশে ঘৃণা ছড়ানোর জন্য একটি শব্দও উচ্চারণ করতেন না। নির্বাচনে আমাদের নেতা রাহুল গান্ধী স্লোগান তুলেছিলেন যে ঘৃণার বাজারে প্রেমের দোকান খুলি। মোদীজি সারা দেশে বিদ্বেষ ছড়াতে থাকলেন আর রাহুলজি সব দেশবাসীকে সঙ্গে নিয়ে ভালবাসার দোকান খুলতে থাকেন। এই ভারতে মোদিজির ভ্রান্ত জ্ঞান ও মিথ্যা জ্ঞানের কোনও প্রভাব পড়বে না।'

বিবেকানন্দের মূর্তির সামনে গেরুয়া বসন পরে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর গলায় রুদ্রাক্ষের মালা। জড়ানো গেরুয়া উত্তরীয়। হাতেও নামজপের রুদ্রাক্ষ মালা। এখানে স্বামী বিবেকানন্দ সাধনা করেছিলেন। সেখানে বসে ধ্যান করছেন পিএম মোদী। দেখা যাচ্ছে, কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে বসে রয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল, ১ জুন চূড়ান্ত ভোটের দিন পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement