Advertisement

PM Modi-Rahul: '৪ জুন লড়াই হবে,' রাহুলের 'শক্তি' মন্তব্যকে যেভাবে হাতিয়ার করলেন মোদী

রাহুল গান্ধীর 'শক্তি' মন্তব্য নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, 'গতকাল ইস্তেহার প্রকাশ করেছে ইন্ডি জোট। শক্তিকে শেষ করার কথা বলেছে ওরা। চ্যালেঞ্জ গ্রহণ করলাম।' শক্তিকে নারীর প্রতীক বলে বর্ণনা করে মোদী বলেছেন, 'একদিকে ওরা শক্তিকে বিনাশ করার কথা বলছে। আবার অন্য দিকে, শক্তির আরাধনা করছে।'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2024,
  • अपडेटेड 1:01 PM IST
  • রাহুল গান্ধীর 'শক্তি' মন্তব্য নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
  • তাঁর কথায়,'৪ জুন মোকাবিলা হয়ে যাবে।'

রাহুল গান্ধীর 'শক্তি' মন্তব্য নিয়ে এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, 'গতকাল ইস্তেহার প্রকাশ করেছে ইন্ডি জোট। শক্তিকে শেষ করার কথা বলেছে ওরা। চ্যালেঞ্জ গ্রহণ করলাম।' শক্তিকে নারীর প্রতীক বলে বর্ণনা করে মোদী বলেছেন, 'একদিকে ওরা শক্তিকে বিনাশ করার কথা বলছে। আবার অন্য দিকে, শক্তির আরাধনা করছে।' কে শক্তির আশীর্বাদ পাবেন এবং কে শক্তিকে বিনাশ করবেন, তা ৪ জুনই জানা যাবে, তেলঙ্গানার সভায় এভাবেই রাহুলের শক্তি-মন্তব্যকে হাতিয়ার করলেন মোদী। তাঁর কথায়,'৪ জুন লড়াই হবে।' যা লোকসভা নির্বাচনের আগে যা অন্য মাত্রা যোগ করল। 

প্রসঙ্গত, 'ভারত জোড়া ন্যায় যাত্রা'র সমাপ্তি অনুষ্ঠানে রাহুল শক্তির কথা তুলে ধরেন। তিনি বলেন যে, 'হিন্দু ধর্মে একটা শক্তি আছে। আমাদের লড়াই মোদী বা বিজেপির বিরুদ্ধে নয়, একটি শক্তির বিরুদ্ধে।' রাহুলের এই মন্তব্যের পাল্টা এবার সরব হলেন মোদী। 

কী বলেছেন রাহুল?

কংগ্রেস সাংসদ বলেছেন, 'হিন্দু ধর্মে একটা শব্দ রয়েছে, শক্তি। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। প্রশ্নটা হল, শক্তি কী? ইভিএমে রয়েছে রাজার আত্মা। এটা সত্য। ইডি, সিবিআই, আয়দর দফতরে এই আত্মা রয়েছে।' ইভিএম ছাড়া প্রধানমন্ত্রী মোদী জিততে পারবেন না বলেও কটাক্ষ করেছেন রাহুল। 

 রাহুলকে অতীতেও নানা সময় আক্রমণ করেছেন মোদী। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুলকে কটাক্ষের সুরে মোদী বলেছিলেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।' এর আগে,লোকসভার ভাষণেও রাহুলকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, 'একই প্রোডাক্ট বার বার লঞ্চ করার চক্করে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে।' অন্য দিকে, লোকসভা নির্বাচনের আগে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'  নজর কেড়েছে। এই আবহে রাহুলকে মোদীর আক্রমণ উল্লেখযোগ্য। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement