Advertisement

Rachna Banerjee: 'কিছু ভাবছি না, হারাটাও হাসিমুখে অ্যাকসেপ্ট করব', ভোটের ফল নিয়ে বললেন রচনা

হুগলিতে এবার দুই 'দিদি'র লড়াই। বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কার জিৎ হবে? ভোটগণনার শুরুতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, হার-জিৎ যাই হোক, হাসিমুখে অ্যাকসেপ্ট করব। ফল ঘোষণার আগে bangla.aajtak.in-এ এমনই প্রতিক্রিয়া দিলেন 'দিদি নং ১'। বলে রাখি, রচনার ফিল্মি কেরিয়ারে অন্যতম হিট ছবি ছিল 'হারজিৎ'। 

রচনা বন্দ্যোপাধ্যায়।রচনা বন্দ্যোপাধ্যায়।
সৌরদীপ সামন্ত
  • কলকাতা,
  • 04 Jun 2024,
  • अपडेटेड 8:10 AM IST
  • হুগলির তৃণমূল প্রার্থী রচনা।
  • ভোটগণনার আগে মুখ খুললেন রচনা।
  • ভগবানে বিশ্বাসী রচনা।

হুগলিতে এবার দুই 'দিদি'র লড়াই। বিজেপির লকেট চট্টোপাধ্যায় বনাম তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কার জিৎ হবে? ভোটগণনার শুরুতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, হার-জিৎ যাই হোক, হাসিমুখে অ্যাকসেপ্ট করব। ফল ঘোষণার আগে bangla.aajtak.in-এ এমনই প্রতিক্রিয়া দিলেন 'দিদি নং ১'। বলে রাখি, রচনার ফিল্মি কেরিয়ারে অন্যতম হিট ছবি ছিল 'হারজিৎ'। 

কী বললেন রচনা?
ভোটের ফল প্রসঙ্গে bangla.aajtak.in-এ রচনা বলেন, 'দেখা যাক কী হয়। কিছু ভাবছি না। যা পরিশ্রম করার, কাজ করার করেছি। এবার যা হওয়ার সেটাই হবে। যা হবে সেটা হাসিমুখে অ্যাকসেপ্ট করতে হবে। জেতাটাও হাসিমুখে অ্যাকসেপ্ট করব। হারাটাও হাসিমুখে অ্যাকসেপ্ট করব।'

ভগবানে বিশ্বাসী রচনা। রেজাল্ট বেরোনের দিন কি বিশেষ কোনও পুজো করলেন? তৃণমূল প্রার্থীর জবাব, 'কোনও বিশেষ পুজো করিনি। ঠাকুর সবসময় সঙ্গে আছে। যেটা ভাল মনে করবে, সেটাই হবে।'

একদা টলিউড এবং ওড়িয়া ছবির দুনিয়ায় বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন রচনা। নায়িকাদের কাছে শুক্রবার মানেই অগ্নিপরীক্ষা। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার বাইরে এবার রাজনীতিকের ভূমিকায় রচনা। মঙ্গলবার রচনার কাছে একপ্রকার 'অগ্নিপরীক্ষা'-ই বটে। শুক্রবারের থেকে আজ কি বড় পরীক্ষা? হেসে রচনা বললেন, 'ওটা একটা অন্য অভিজ্ঞতা।এটা একটা অন্য অভিজ্ঞতা। দেখা যাক কী হয়।'

ভোটের প্রচার থেকেই স্বামী-সহ পরিবারকে পাশে পেয়েছেন রচনা। ভোটের ফলের দিনও রচনার সঙ্গে রয়েছেন তাঁর স্বামী প্রবাল বসু। সম্প্রতি শাশুড়িমাকে হারিয়েছেন অভিনেত্রী।  রচনার আফশোস, 'শাশুড়ি খুব এক্সাইটেড ছিল। বার বার জানতে চেয়েছিলেন, ৪ তারিখ কী হবে। কিন্তু কী আর করা যাবে। বাবা তো নেই, বাবা আরও খুশি হতেন।' রচনার কথায়, 'পরিবারের সদস্যরা আমার থেকে তাঁরা বেশি উত্তেজিত। স্বামী, দাদা পাশে থাকছেন। দুই জনেই সঙ্গে রয়েছে, তাঁরাও অনেক পরিশ্রম করেছেন।' 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement