Advertisement

Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের সভার আগে পুড়ে গেল মঞ্চ, অভিযোগের তির TMC-র দিকে

সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাইস্কুলের মাঠে। বিজেপির অভিযোগ, সোমবার বিকেল ৫টা নাগাদ ওই এলাকায় বিজেপির সভা ছিল। সেই উদ্দেশ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল।

নিশীথ প্রামাণিকের সভার আগে পুড়ে গেল মঞ্চ, অভিযোগের তির TMC-র দিকেনিশীথ প্রামাণিকের সভার আগে পুড়ে গেল মঞ্চ, অভিযোগের তির TMC-র দিকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2024,
  • अपडेटेड 7:46 PM IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের সভার আগের রাতে পুড়ে গেল বিজেপির প্রচার মঞ্চ। কীভাবে মঞ্চ পুড়ল জানতে পারেননি বিজেপি বা অন্য কেউ। তবে তাঁদের পরিষ্কার অভিযোগ তৃণমূলের দিকেই। তাঁদের সভা ভণ্ডুল করার উদ্দেশ্যেই টিএমসি এ কাজ করেছে বলে তাঁদের পরিষ্কার অভিযোগ করেছে গেরুয়া বাহিনী। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সোমবার ঘটনাটি ঘটেছে দিনহাটার (Dinhata) কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার মোক্তারের বাড়ি হাইস্কুলের মাঠে। বিজেপির অভিযোগ, সোমবার বিকেল ৫টা নাগাদ ওই এলাকায় বিজেপির সভা ছিল। সেই উদ্দেশ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। রবিবার রাতেও সব ঠিকঠাকই ছিল। এদিন সকালে বিজেপি নেতারা সভামঞ্চে পৌঁছে দেখেন, মঞ্চ পুড়ে গেছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

বিজেপি নেতৃত্ব সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভামঞ্চ পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় সাহেবগঞ্জ থানার পুলিশ। যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপি মানুষের কাছে জনসমর্থন না পেয়ে নিজেদের সভামঞ্চ পুড়িয়ে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

কোচবিহারের দিনহাটা নির্বাচন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে নিশীথ প্রামাণিক-উদয়ন গুহ বিবাদে। কখনও এ পক্ষ কখনও ও পক্ষ থেকে অভিযোগ উড়ে আসছে। কয়েকদিন আগেও দলীয় কর্মসূচী থেকে ফেরার পথে মন্ত্রী উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে। যার জেরে ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার।  তার আগে সপ্তাহ দুয়েক আগে প্রকাশ্যে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে।

 

Read more!
Advertisement
Advertisement