Advertisement

Bengal Lok Sabha Results Winning List: বাংলা থেকে কোন দলে কারা সাংসদ হলেন? জয়ীদের পূর্ণাঙ্গ তালিকা রইল

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের জয়জয়কার। ২০১৯ সালের তুলনায় ভাল ফল করল জোড়াফুল শিবির। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটির কাছে ধরাশায়ী হল বিজেপি। ৪২টি আসনের মধ্যে ২৯টি কেন্দ্রে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। মাত্র ১টি আসন দখল করতে পেরেছে কংগ্রেস। 

বাংলার ৪২ আসনে জয়ীদের পূর্ণাঙ্গ তালিকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jun 2024,
  • अपडेटेड 10:33 AM IST
  • বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের জয়জয়কার।
  • ২০১৯ সালের তুলনায় ভাল ফল করল জোড়াফুল শিবির।
  • ধরাশায়ী হল বিজেপি।

বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের জয়জয়কার। ২০১৯ সালের তুলনায় ভাল ফল করল জোড়াফুল শিবির। অন্য দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটির কাছে ধরাশায়ী হল বিজেপি। ৪২টি আসনের মধ্যে ২৯টি কেন্দ্রে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। মাত্র ১টি আসন দখল করতে পেরেছে কংগ্রেস। 

একনজরে দেখে নিন, বাংলার ৪২টি আসনে জয়ী হলেন কোন কোন প্রার্থী...

তৃণমূল সাংসদ কারা?

*কলকাতা দক্ষিণ - মালা রায়
*কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
* যাদবপুর- সায়নী ঘোষ
* ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায় 
*কোচবিহার- জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া
* জঙ্গিপুর- খলিলুর রহমান
*বহরমপুর-ইউসুফ পাঠান
* মুর্শিদাবাদ- আবু তাহের খান
* কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
* ব্যারাকপুর- পার্থ ভৌমিক
* দমদম- সৌগত রায়
* বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
*বসিরহাট- শেখ নুরুল ইসলাম
* জয়নগর- প্রতিমা মণ্ডল
* মথুরাপুর- বাপি হালদার
* হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
*হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
* উলুবেড়িয়া- সাজদা আহমেদ
* শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
* আরামবাগ- মিতালি বাগ
* ঘাটাল- দেব
* ঝাড়গ্রাম- কালীপদ সোরেন
* মেদিনীপুর- জুন মালিয়া
* বাঁকুড়া- অরূপ চক্রবর্তী
* বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার
* বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ
* আসানসোল- শত্রুঘ্ন সিনহা
* বোলপুর- অসিত মাল
* বীরভূম- শতাব্দী রায়

বিজেপির সাংসদ কারা?
 আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা
জলপাইগুড়ি- জয়ন্তকুমার রায়
দার্জিলিং- রাজু বিস্তা
রায়গঞ্জ- কার্তিকচন্দ্র পাল
মালদা উত্তর- খগেন মুর্মু
রানাঘাট- জগন্নাথ সরকার
বনগাঁ- শান্তনু ঠাকুর
তমলুক- অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়
কাঁথি- সৌমেন্দু অধিকারী
পুরুলিয়া- জ্যোতির্ময় মাহাতো
বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ
বালুরঘাট- সুকান্ত মজুমদার

কংগ্রেসের ঝুলিয়ে ১ আসন

 মালদা দক্ষিণ- ইশা খান চৌধুরী
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement