Advertisement

SSC-রায়ে 'যোগ্য' চাকরিহারাদের জন্য কী পরামর্শ মোদীর? রাজ্য BJP-কে দিলেন বিশেষ নির্দেশ

শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। বললেন, 'শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে। নোটের বান্ডিল গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়ত বাংলায়। এত টাকা মেরেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2024,
  • अपडेटेड 12:35 PM IST
  • শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে।
  • বললেন, 'শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে।

শুক্রবার বাংলায় নির্বাচনী প্রচারে এসে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে। বললেন, 'শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে প্রতারণা হয়েছে। নোটের বান্ডিল গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে পড়ত বাংলায়। এত টাকা মেরেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বহু যোগ্য প্রার্থীর জীবন তছনছ হয়ে গেছে। বহু নির্দোষ মানুষ রয়েছেন। যারা শিক্ষক হওয়ার যোগ্য। বাকিদের পাপের জন্য ওই নির্দোষরা বিপদে পড়েছেন। আমরা পার্টির তরফে যাদের চাকরি গেছে তাঁদের মধ্যে যোগ্য ও নির্দোষদের সাহায্য করব।'

প্রধানমন্ত্রী এদিন মঞ্চ থেকেই নির্দেশ দেন, 'প্রদেশ স্তরে একটা লিগ্যাল সেল আর সোস্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করা হোক। বিজেপি এদের আইনি সাহায্য দেবে। ইমানদারদের সঙ্গে থাকব। বাংলার ইউনিট এই কাজ করবে। যারা বেইমানি করেছে, তারা ভুগবে। কিন্তু যোগ্যরাও ফেঁসে গেছে।' 

দু'দফার ভোট মিটে যাওয়ার পর তৃতীয় দফা ভোটের আগে বাংলায় ফের প্রচারে এসেছেন মোদী। এদিন তিনি বলেন, ''ঈশ্বররূপী জনতার আশীর্বাদ আমার মতো গোটা বিশ্বে কেউ পায়নি। বছর বছর এই আশীর্বাদ বেড়ে চলুক।'' 
জনসভায় আসা সকলের উদ্দেশে তাঁর বার্তা, ''আমি ফুর্তি করার জন্য জন্মায়নি। আমি নিজের জন্য বাঁচতে চাই না, আপনাদের সেবা করার সংকল্প নিয়ে ভারত মাতার পায়ে মাথা পেতে ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে চাই।'' 

বৃহস্পতিবার রাতেই মোদী কলকাতায় চলে এসেছেন। রাত কাটান রাজভবনে। শুক্রবার সকালে সেখান থেকে তিনি বর্ধমানে গিয়ে ১১টায় সভা শুরু করেন। তার পরে কৃষ্ণনগরে সাড়ে ১২টায় সভা করার কথা মোদীর। বাংলায় দিনের শেষ তথা তৃতীয় সভা মোদী করবেন বোলপুরে। দুপুর আড়াইটেয় বোলপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকেই ঝাড়খণ্ড রওনা হবেন মোদী। 

 

Read more!
Advertisement
Advertisement