২৪ ঘণ্টার মধ্যে 'সুরবদল' বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। লোকসভা ভোটে বিজেপি-র অধিকাংশ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী করা হয়নি রুদ্রনীল ঘোষকে। তা নিয়ে রুদ্রনীল ঘোষ বলেন, 'একটা খারাপ লাগা তো থাকবেই। প্রার্থী হতে গেলে কী যোগ্যতা লাগে, সেটা তো বিজেপির থেকে শিখেছি। হাওড়া শিবপুর থেকে আমায় তুলে এনে ভবানীপুরের মতো কঠিন জায়গায় প্রার্থী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে আমি যথেষ্ট ফাইট দিয়েছি। নির্বাচনের পরেও ওই এলাকায় পড়েছিলাম। ৪ বার হামলা হয়েছে, আমি মারাও যেতে পারতাম। আমি তো মাঠ ছাড়িনি।' তারপর থেকে জল্পনা শুরু হয়, তাহলে কি বিজেপি ছাড়ছেন রুদ্রনীল? যদিও আজ bangla.aajtak.in-কে বলেন, 'আমি বিজেপি-তেই। দল আমাকে বিশ্বাস করে। তাই তো স্টার ক্য়াম্পেনার হিসেবে নাম রেখেছে।'