বিধানসভায় জয়ী না হতে পেরেই, ৩ বছর মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন করা শিখতে পেরেছি, দাবি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। bangla.aajtak.in-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বিধানসভায় জয়ী না হতে পারার কারণেই হয়তো লোকসভায় টিকিট পাইনি। তবে হেরেছি বলেই সংগঠনের কাজ ভালো করে শিখতে পেরেছি।” প্রসঙ্গত এবার বরানগর উপনির্বাচনে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে এদিন তিনি বলেন, “প্রতিপক্ষ সজল ঘোষ হারবেন। বিজেপির সঙ্গে মানুষ নেই। বিধানসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের।”