Advertisement

Locket Chatterjee: প্রচারে গিয়ে আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়, গাড়িতে হামলার অভিযোগ

প্রচারে বেড়িয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করলেন তিনি নিজেই। এক্স হ্যান্ডেলে বিবৃতি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।

হুগলিতে প্রচারে লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলা, তৃণমূলের দিকে অভিযোগ প্রার্থীর
Aajtak Bangla
  • হুগলি,
  • 07 Apr 2024,
  • अपडेटेड 12:01 AM IST

Locket Chatterjee: হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি (BJP) প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) নিজে এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এই অভিযোগ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর গাড়িতে বাঁশ-লাঠি নিয়ে হামলা করা হয়েছে বলে। তিনি অভিযোগের তির সরাসরি তৃণমূলের (TMC) বিরুদ্ধে ছুড়ে দিয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

লকেট এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, "আজ বাঁশবেড়িয়াতে কালী পূজায় অংশ নিতে যাবার সময় বাঁশবেড়িয়ার তৃণমূলের নেত্রী এবং ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জীর নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা আমার গাড়ির উপর আক্রমণ করে। আমি বারংবার বলেছি গোটা হুগলি জুড়ে তৃণমূল মাফিয়ারাজ কায়েম করেছে। তাই আজ আমাকে মায়ের পুজোতে যেতে বাধা দিল তৃণমূলের গুণ্ডাবাহিনীরা। যেখানে প্রার্থীর সুরক্ষা নেই সেখানে সাধারণ ভোটারদের অবস্থা সম্পর্কে সকলেই বুঝতে পারছেন। হুগলিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য সমস্ত মাফিয়াদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।"

https://bangla.aajtak.in/west-bengal/north-bengal-news/video/darjeeling-tourism-tourist-crowd-at-every-corner-weather-is-super-chilling-north-bengal-tourism-ssr-snd-973378-2024-04-06

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement