Advertisement

Lok Sabha Election 2024: 'আমার গাড়িটা নতুন, সব্যসাচীরটা...' সিপিএম-কে কটাক্ষ তৃণমূলের প্রসূনের

২০১৩ সাল থেকে তিনি এলাকার সাংসদ। তৃণমূলের টিকিটে সেবার হারিয়েছিলেন সিপিআইএম-এর শ্রীদিপ ভট্টাচার্যকে। একদা লাল দুর্গ হাওড়ায় পরিবর্তনের ধ্বজা ওড়ানো প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারেও বেশ আত্মবিশ্বাসী। সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তবে এখনও  জানা যায়নি বিজেপির প্রার্থীর নাম। বিরোধীদের নিয়ে কথা বলতে গিয়ে বামেদেরই কটাক্ষ করলেন ফুটবলার সাংসদ।

সব্যসাচী চট্টোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায় সব্যসাচী চট্টোপাধ্যায় ও প্রসূন বন্দ্যোপাধ্যায়
জাগৃক দে
  • হাওড়া,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 7:29 PM IST

২০১৩ সাল থেকে তিনি এলাকার সাংসদ। তৃণমূলের টিকিটে সেবার হারিয়েছিলেন সিপিআইএম-এর শ্রীদিপ ভট্টাচার্যকে। একদা লাল দুর্গ হাওড়ায় পরিবর্তনের ধ্বজা ওড়ানো প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় এবারেও বেশ আত্মবিশ্বাসী। সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। তবে এখনও  জানা যায়নি বিজেপির প্রার্থীর নাম। বিরোধীদের নিয়ে কথা বলতে গিয়ে বামেদেরই কটাক্ষ করলেন ফুটবলার সাংসদ।

গাড়ি পুরনো হয়ে গিয়েছে

সিপিআইএম-এর পক্ষ থেকে হাওড়ার প্রার্থী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁকে নিয়ে প্রশ্ন করাতে প্রতিপক্ষের প্রশংসাই করলেন প্রসূন। তিনি বলেন, 'সব্যসাচী খুব ভাল ছেলে। মানুষের জন্য কাজ করে। তবে পারবে না।' পাশাপাশি তিনি এও জানান, 'সব্যসাচী যে গাড়িটায় উঠেছে, সেটা পুরনো। আমারটা নতুন। সিপিএমকে কেউ নিচ্ছে না। সঙ্গে সঙ্গে অনেকেই যাচ্ছে ঠিকই কিন্তু ভোট পাচ্ছে না।' তবে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি প্রসূন। তিনি বলেন, 'বিজেপিও চেষ্টা করছে। তবে ওরা শুধু বদনাম করে। হঠাৎ বলে দিল প্রসূন এটা বলেছে। ব্যাস। কিন্তু তাতে হবে না। আমি খুব নিয়ম মেনে চলা ছেলে। ফুটবল খেলেছি, ফলে জানি।' 

আরও পড়ুন

জয়ের ব্যাপারে অন্য সব প্রার্থীর মতোই আত্মবিশ্বাসী দেখালেও, এবারের মার্জিন কত হবে তা বলতে চাইলেন না প্রসূন। বললেন, 'জিতব এটা জানি। কিন্তু আগে থেকে মার্জিন টার্জিন বলতে চাই না।' ১০ মার্চ ব্রিগেডের সমাবেশ থেকেই রাজ্যের ৪২ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধীরা এখনও ৪২ কেন্দ্রের সব জায়গায় প্রার্থী দিতে পারেনি। হাওড়াতেও বিজেপি-র প্রার্থী কে হবেন তা এখনো জানাতে পারেনি। এটা কি একটু বেশি সুবিধা পাইয়ে দিচ্ছে প্রসূনকে? তা যদিও মানতে চাইলেন না অর্জুন পুরস্কার জেতা ফুটবলার।তিনি অলেন, 'আমি তো সবসময় থাকি। এটা আলাদা কিছু নয়। আমি কলকাতার ছেলে। যখন হাওড়ায় দাঁড়ানোর প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই আমি এখানে। থাকার জায়গাও করে দিয়েছেন উনি।'     

Advertisement
Read more!
Advertisement
Advertisement