West Bengal Assembly Election Result Live: পোস্টাল ব্যালট গণনায় হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল-বিজেপির

Aajtak Bangla | কলকাতা | 02 May 2021, 8:16 AM IST

প্রায় দেড় মাসের লড়াইয়ের এবার ফল ঘোষণার পালা। টান টান উত্তেজনার মাঝে এবার সংখ্যাতত্ত্বের খেলা। গোটা দিনের প্রতিটি কেন্দ্রের প্রতিটি আপডেট থাকছে আমাদের কাছেই।

কাঁটে কী টক্কর
1:45 PM (4 years ago)

উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন

Posted by :- Arindam

উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।

11:25 AM (4 years ago)

পঞ্চম রাউন্ড গণনা শেষে দক্ষিণ ২৪ পরগনার ফল

Posted by :- Arindam

পঞ্চম রাউন্ড শেষে 
ক্যানিং পশ্চিম এগিয়ে তৃণমূল
ক্যানিং পূর্ব এগিয়ে তৃণমূল
গোসাবা এগিয়ে তৃণমূল
বাসন্তী এগিয়ে তৃণমূল
সোনারপুর উত্তর এগিয়ে বিজেপি 
সোনারপুর দক্ষিণ এগিয়ে তৃণমূল 
ভাঙড় এগিয়ে তৃণমূল 
ডায়মন্ড হারবার এগিয়ে তৃণমূল
ফলতা এগিয়ে তৃণমূল 
কুলপি এগিয়ে বিজেপি
মন্দিরবাজার এগিয়ে বিজেপি
রায়দীঘি এগিয়ে বিজেপি 
বিষ্ণুপুর এগিয়ে তৃণমূল 
কুলতলি এগিয়ে তৃণমূল
জয়নগর এগিয়ে তৃণমূল 
বারুইপুর পূর্ব এগিয়ে তৃণমূল 
বারুইপুর পশ্চিম এগিয়ে তৃণমূল 
সাগর এগিয়ে বিজেপি 
পাথর প্রতিমা এগিয়ে তৃণমূল

11:22 AM (4 years ago)

শীতলকুচিতে এগিয়ে বিজেপি

Posted by :- Arindam

কোচবিহারের শীতলকুচিতে ৯০০ ভোটে এখনও পর্যন্ত এগিয়ে বিজেপি। 

10:58 AM (4 years ago)

সুন্দরবনে কে এগিয়ে ও কে পিছিয়ে

Posted by :- Arindam

কাকদ্বীপ ৪ রাউন্ড শেষে টিএমসি আগে ৭ হাজার ৭৬৩। সাগরে ৫ রাউন্ড শেষে টিএমসি এগিয়ে ৬ ১০২ ভোটে। পাথরপ্রতিমায় ৩ রাউন্ড শেষ টিএমসি এগিয়ে ৪ হাজার ৯১২ ভোটে।

10:42 AM (4 years ago)

পিছিয়ে কৌশানী, এগিয়ে মুকুল

Posted by :- Arindam

রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে ৩০৮৭ ভোটে এগিয়ে বিজেপির মুকুটমণি অধিকারী। প্রথম রাউন্ড শেষে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের ফল হল, কৌশানি (তৃণমূল) ২৭৫০। বিজেপির মুকুল রায় ৪২১৪।

10:24 AM (4 years ago)

মালদায় হরিশ্চন্দ্রপুরে এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

প্রথম রাউন্ডের শেষে হরিশ্চন্দ্রপুর-৪৬ নং বিধানসভার তৃণমূল প্রার্থী তজমুল হোসেন বিজেপি থেকে এগিয়ে ৩৩৪৮ ভোটে এবং কংগ্রেস থেকে এগিয়ে ৪৩২৯ ভোটে।
 

10:20 AM (4 years ago)

বারাসতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত্‍

Posted by :- Arindam

বারাসাত গভমেন্ট কলেজ এ ভোট গণনা চলছে প্রথম রাউন্ড শেষে এগিয়ে বারাসাত বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী হ্যাটট্রিকের দিকে এগিয়ে যাচ্ছে। বারাসাত বিধানসভা তৃণমূল প্রার্থীরা চিরঞ্জিত চক্রবর্তী ভোট সংখ্যা ৫৫৫২ পাশাপাশি দ্বিতীয়তে রয়েছেন বিজেপি প্রার্থী শংকর চট্টোপাধ্যায় তার ভোট সংখ্যা ৫ হাজার ৫৩০ এবং তৃতীয় স্থানে রয়েছেন বারাসাত বিধানসভার প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর ভোট সংখ্যা ১২১১।

10:17 AM (4 years ago)

এগিয়ে জুন মালিয়া

Posted by :- Arindam

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেসপ্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। বিজেপির সমিত দাস পিছিয়ে। 

10:11 AM (4 years ago)

মালদে কোন আসনে কে এগিয়ে

Posted by :- Arindam

মাসদায় বৈষ্ণবনগর বিজেপি এগিয়ে ৫১৫ ভোটে এগিয়ে।২)গাজোল বিজেপি এগিয়ে ৩১৪ ভোটে এগিয়ে। ৩) মালদহ তৃণমূল কংগ্রেস ৩৩৮৭ ভোটে এগিয়ে।  ৪)সুজাপুর তূণমূল এগিয়ে ১২১৪৯। ৫)হবিবপুর বিজেপি এগিয়ে বিজেপি ৯৬৯ । ৬) ইংরেজ বাজার বিজেপি এগিয়ে ৪৮৭ ভোটে।

10:02 AM (4 years ago)

মাটাগাড়ি নক্সালবাড়িতে এগিয়ে বিজেপি

Posted by :- Arindam

ফাঁসিদেওয়া, নকশালবাড়িতে, বিজেপির আনন্দময় বর্মন এগিয়ে রয়েছে। কংগ্রেসের শংকর মালাকার পিছিয়ে।

9:58 AM (4 years ago)

উত্তরপাড়া, কলকাতা পোর্ট ও চন্দননগরে এগিয়ে তৃণমূল কংগ্রেস

Posted by :- Arindam

উত্তরপাড়ায় এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিক। কলকাতা পোর্ট আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। চন্দননগরে ২ হাজার ৯০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল সেন।

9:53 AM (4 years ago)

পোস্টাল ব্যালটে কামারহাটিতে এগিয়ে মদন মিত্র

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটে গণনার পরে বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মদন মিত্র এগিয়ে।  পানিহাটি, খড়দহ, ব্যারাকপুর, দমদম উত্তর দমদমের এগিয়ে বিজেপি প্রার্থীরা।

9:18 AM (4 years ago)

কে কোথায় এগিয়ে

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটে পাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নদীয়া চাঁদ বাউরি এগিয়ে। লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ এগিয়ে। সাগরে বিজেপি প্রার্থী বিকাশ কামিলা এগিয়ে।
 

8:50 AM (4 years ago)

পুরুলিয়ায় শুরুর ট্রেন্ড কী বলছে

Posted by :- Arindam

পুরুলিয়ায় তিনটি গননা কেন্দ্রে এখনও গননা শুরু হয়নি। পোস্টাল ব্যালটে রঘুনাথপুর বিজেপি প্রার্থী বিবেকানন্দ বাউরি এগিয়ে। পোস্টাল ব্যালটে মানবাজারে তৃণমূল প্রার্থী সন্ধ্যারাণী টুডু এগিয়ে। পোস্টাল ব্যালটে পুরুলিয়া বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় এগিয়ে। পোস্টাল ব্যালটে বাঘমুন্ডি তে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো এগিয়ে। পোস্টাল ব্যালটে বলরামপুর বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো এগিয়ে।

8:38 AM (4 years ago)

পোস্টাল ব্যালটে সামান্য এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, গোসাবা, বাসন্তী এই কেন্দ্র গুলিতে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। প্রথম রাউণ্ড শেষে তৃণমূল এগিয়ে রয়েছে। সোনারপুর উত্তর এগিয়ে তৃণমূল। কাকদ্বীপে এগিয়ে তৃণমূল।

8:28 AM (4 years ago)

পোস্টাল ব্যালটে সামান্য এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

পোস্টাল ব্যালট গণনায় এখনও পর্যন্ত ৩১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি এগিয়ে ২৬টি আসনে। 

8:19 AM (4 years ago)

পোস্টাল ব্যালট গণনায় অনেকটাই এগিয়ে তৃণমূল

Posted by :- Arindam

পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল এগিয়ে ১৯টি আসনে, ১৩টি আসনে এগিয়ে বিজেপি। খাতা খুলতে পারেনি এখনও বামেদের সংযুক্ত মোর্চা জোট।

8:14 AM (4 years ago)

পোস্টাল ব্যালটে গণনা শুরু

Posted by :- Arindam

পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত ট্রেন্ড তৃণমূল ১১, বিজেপি ৭ আসনে এগিয়ে। 

8:03 AM (4 years ago)

রক্তাক্ত মালদহের চাঁচল

Posted by :- Arindam

ভোট পরবর্তী হিংসা। রক্তাক্ত মালদহের চাঁচল। বিজেপি করার অপরাধে এক কর্মীকে ইট দিয়ে মারধরের অভিযোগ। অভিযোগে তীর তৃনমূলের দিকে। মালদহের চাঁচল ১ ব্লকের খরবা পঞ্চায়েতে শ্রীপতি পুরের ঘটনা। জখম বিজেপি কর্মীর নাম জয়ন্ত দাস। অভিযোগ অস্বীকার তৃণমূলের। থানায় অভিযোগ দায়ের পুলিশ না করলে গণনা বন্ধ করে ধর্নায় বসার হুঁশিয়ারি চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের।

7:54 AM (4 years ago)

কোভিড বিধি মেনে গণনা হাওড়ায়

Posted by :- Arindam

হাওড়ায় বিভিন্ন গণনা কেন্দ্রে দেখা গেছে একই চিত্র কবিদের বিধি-নিষেধ মেনে প্রথমে থার্মাল স্ক্যানিং দ্বারা থার্মাল স্ক্রিনিং করার পর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পাশাপাশি মেটাল ডিটেক্টর মাধ্যমে তাদেরকে সার্চ করা হচ্ছে যদিও ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী করোনা প্রটোকল গণনা কেন্দ্রে আসতে হবে সেইসব বিধি নিষেধ দেখা যাচ্ছে হাওড়া আইআইএসটি শিবপুরে। 

7:26 AM (4 years ago)

ভোটগণনা কেন্দ্রে ঢোকার জন্য ভোট-কর্মীদের লাইন

Posted by :- Arindam

জলপাইগুড়িতে ভোটগণনা কেন্দ্রে ঢোকার জন্য ভোট-কর্মীদের লাইন।

7:11 AM (4 years ago)

বোলপুর, লাভপুর এবং নানুর বিধানসভার গননা হচ্ছে বোলপুর কলেজে

Posted by :- Arindam

বীরভূমের বোলপুর মহকুমা বোলপুর, লাভপুর এবং নানুর বিধানসভার গননা হচ্ছে বোলপুর কলেজে। একই ভাবে রামপুরহাট মহকুমার রামপুরহাট,  নলহাটি, মুরারই এবং হাসান কেন্দ্রের গননা হচ্ছে রামপুরহাট কলেজে। দুটি জায়গায়তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

7:07 AM (4 years ago)

বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া ও ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা

Posted by :- Arindam

আজ বীরভূমের সিউড়িতে এল সি কলেজে বীরভূমের চারটি বিধানসভার ভোট গণনা হবে, তার আগে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া ও ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে এখানে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোন রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না এখানে। পাশাপাশি এখানে ঢোকার আগে প্রশাসনের পক্ষ থেকে সকল মানুষের কাছে দেখা হচ্ছে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট  রয়েছে কিনা।

7:04 AM (4 years ago)

২৯২ আসনে ভোট গণনা হচ্ছে বাংলায়

Posted by :- Arindam

পশ্চিমবঙ্গে ৭.৩২ কোটি ভোটার ভোট দিয়েছেন। ৮ দফায় মোট ৮২ শতাংশ ভোট পড়েছে। প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোটগ্রহণ হয়নি। তাই ২৯২টি আসনে ভোট গণনা হচ্ছে আজ।

6:47 AM (4 years ago)

রানাঘাট কলেজে প্রার্থী ও এজেন্টদের চেক করে ঢোকানো চলছে

Posted by :- Arindam

নদিয়ার রানাঘাট কলেজে গণনা কেন্দ্রে প্রার্থী সহ এজেন্টরা প্রবেশ করতে শুরু করলেন। তাঁদের কোভিড টেস্ট রিপোর্ট দেখে ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখে করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।

5:59 AM (4 years ago)

নন্দীগ্রামের ভোটগণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে

Posted by :- Arindam

মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি। কেন্দ্রের চারপাশে ত্রিস্তরীয় নিরাপত্তা। প্রত্যেক গণনাকর্মীকে কোভিড-মুক্তির সার্টিফিকেটে নিয়ে এলে, তবে ঢুকতে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।

5:41 AM (4 years ago)

গণনার আগে ভাঙড়ে উদ্ধার প্রচুর তাজা বোমা ও বোমা তৈরির সামগ্রী

Posted by :- Arindam

ভোট গণনার আগে রাতে অভিযান চালিয়ে ভাঙড়ের একাধিক এলাকা থেকে তাজা বোমা ও বোমা বানানোর সামগ্রী উদ্বার করল কাশীপুর থানার পুলিশ। দুই জায়গায় বোমা বানানোর কারখানাও বন্ধ করেন তাঁরা। শনিবার রাতে সূত্র মারফত খবর পেয়ে, মাজেরআইট-জিরানগাছা-চালতা বেড়িয়ে এলাকায় অভিযান চালায় কাশিপুর থানার পুলিশ। মাজেরআইটে কলা বাগানের মাঝে কয়েকজন দুষ্কৃতি বোমা বাঁধছিল। কাশীপুর থানার পুলিশ অভিযান চালায়৷ কাউকে গ্রেফতার না করতে পারলেও  উদ্ধার হয় বোমা বানানোর সামগ্রী।  

5:31 AM (4 years ago)

অসমে ৩৫ হাজার নির্বাচনী আধিকারিক ও এজেন্টের করোনা ভাইরাস পজিটিভ

Posted by :- Arindam

অসমে ভাবাচ্ছে নির্বাচন আধিকারিক ও এজেন্টদের করোনা সংক্রমণ। প্রায় ৩৫ হাজার আধিকারিক ও এজেন্টের করোনা সংক্রমণ। কোভিড বিধি মেনে প্রতিটি গণনাকেন্দ্রে ৭টি করে টেবিল রাখা হয়েছে। প্রতি টেবিলে একজন করে মাইক্রো-অবজার্ভার থাকছেন। সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হচ্ছে। ইভিএম গণনা শুরু হবে সাড়ে ৮টায়। রাজ্যজুড়ে ১২৬টি স্ট্রংরুমে এভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছে। গণনার আগে ইভিএম ও ভিভিপ্যাট স্যানিটাইজ করা হবে। 

5:18 AM (4 years ago)

কেরলে ১৪৪টি গণনাকেন্দ্র

Posted by :- Arindam

কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও ভোটগণনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে কোভিড বিধি মেনে। কেরলে ১৪০টি আসনে  ৯৫৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। রাজ্যজুড়ে ১৪৪টি গণনাকেন্দ্র রয়েছে। ৫২৭টি ইভিএম গণনা ও ১০৬টি পোস্টাল ব্যালট গণনা হবে। 

5:13 AM (4 years ago)

প্রার্থী ও এজেন্টদের কোভিড টেস্ট রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট আবশ্যিক

Posted by :- Arindam

সামাজিক দূরত্ব মেনে গণনা টেবিলগুলি রাখা হয়েছে। প্রার্থী ও দলীয় এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ ও টিকা নেওয়ার সার্টিফিকেট আবশ্যিক। গণনাকেন্দ্রের সামনে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে কমিশনের তরফে। 

5:00 AM (4 years ago)

রাজ্যজুড়ে ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Posted by :- Arindam

স্ট্রংরুমের পাহারায় তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যজুড়ে মোট ১০৮টি গণনাকেন্দ্র। থাকছেন ২৯২ জন অবজার্ভার, ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে।

4:44 AM (4 years ago)

কড়া প্রহরায় স্ট্রংরুম

Posted by :- Arindam

হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা। স্ট্রংরুমের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে পাহারায়। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গী, বেলেঘাটা ও এন্টালি এই পাঁচটি কেন্দ্রের ভোটগণনা হবে। সেই মতো প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।

4:42 AM (4 years ago)

অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতেও গণনা

Posted by :- Arindam

এগজিট পোল অনুযায়ী, অসমে ফিরতে পারে বিজেপি সরকার। কেরলে ফের পিনারাই বিজয়নের সরকারই ক্ষমতায় আসতে পারে। তামিলনাড়ুতে ফের ক্ষমতা যেতে পারে ডিএমকে-র হাতে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনডিএ সরকার গড়তে পারে।

4:40 AM (4 years ago)

৬৪টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ

Posted by :- Arindam

একাধিক এগজিট পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গে তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। India Today-Axis My India এগজিট পোল অনুযায়ী, পশ্চিমবঙ্গে কম করে ৬৪টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে হার জিতে ভোট ব্যবধান ২ শতাংশেরও কম হতে পারে।

4:38 AM (4 years ago)

আজ একুশের রেজাল্ট

Posted by :- Arindam


পোস্টাল ব্যালট গণনা শুরু হবে সকাল ৮টায়। তার ঠিক আধ ঘণ্টা পরেই শুরু হবে ইভিএম গণনা। কিছু রাউন্ড গণনার পরেই ট্রেন্ড স্পষ্ট হয়ে যাবে। যদিও কমিশনের তরফে চূড়ান্ত ফল ঘোষণা করতে রাত হবে বলেই মনে করা হচ্ছে।

1:15 AM (4 years ago)

নির্বাচনী ফলাফলের সমস্ত আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে

Posted by :- Aniruddha Chakraborty