Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

৯ জানুয়ারি দু'দিনের রাজ্য সফরে জেপি নাড্ডা, বলছে বিজেপি সূত্র

Aajtak Bangla
  • 29 Dec 2020,
  • Updated 9:34 PM IST
  • 1/11

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। বাংলা জয় করতে বিজেপি নেতৃত্ব যে কতটা মরিয়া তা শাহ-নাড্ডাদের বঙ্গ সফরেই মালুম হচ্ছে।

  • 2/11

ইতিমধ্যে দু'বার বঙ্গ সফর সেরে ফেলেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শোনা যাচ্ছে কনভয় বিতর্কের পর ফের একবার এরাজ্যে পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
 

  • 3/11

আগামী ৯ জানুয়ারি ফের রাজ্যে আসছেন জেপি নাড্ডা । তবে এখনও পর্যন্ত রাজ্য বিজেপির তরফে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে জেপি নাড্ডার সফরের বিষয়টি একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
 

  • 4/11

এই দুদিনে একধিক কর্মসূচি রয়েছে তাঁর। দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা নাড্ডার। রয়েছে একটি রাজনৈতিক সভাও। 

  • 5/11

শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর প্রথম রাজ্য সফরে আসছেন নাড্ডা। তাই এবারের সাংগঠনিক বৈঠকে ফোকাসে যে থাকবেন শুভেন্দু অধিকারী তাতে কোনও সন্দেহ নেই।

  • 6/11

এবারের দু’দিনের বঙ্গ সফরে বোলপুরে যেতে পারেন জেপি নাড্ডা। 
 

  • 7/11

এর আগে গত ২০ জানুয়ারি লাল মাটির বোলপুরে জনজোয়ারে ভাসে অমিত শাহের রোড শো। ডাক বাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত হয় ব়্যালি।
 

  • 8/11

সেই জনসভায় শাহ বলেন, ‘বোলপুরের সকল মানুষকে আমার নমস্কার। আজ যা রোড শো দেখলাম আমার রাজনৈতিক জীবনে তা এই প্রথম। প্রধানমন্ত্রীর প্রতি ভালবাসার প্রকাশ এটা। এই শো থেকেই বোঝা যাচ্ছে বাংলার মানুষ পরিবর্তন চায়। জনতা বোঝাল ভাইপোর দাদাগিরি শেষ করতে চায় বাংলার মানুষ।’

  • 9/11

এদিকে চলতি মাসে রাজ্য সফর সেরে দিল্লিতে ফিরে যাওয়ার পরেই করোনা ভাইরাসে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। উপসর্গ কম থাকায় বাড়িতেই ছিলেন নাড্ডা। সেই ডায়মন্ড হারবারে সভা করতে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়। যদিও পুলিশের দাবি ছিল কোনও ঘটনাই ঘটেনি। এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। অমিত শাহ রিপোর্ট তলব করেন পুরো ঘটনার। আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদ চরমে ওঠে।

  • 10/11

জানুয়ারিতেই ফের বাংলায় আসছেন অমিত শাহ। ফেব্রুয়ারিতে বাংলায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 
 

  • 11/11

আগেই বঙ্গ বিজেপির প্রধান দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ২০২১ সাল থেকে  অমিত শাহের বঙ্গ সফরের সময়সীমা বাড়বে। প্রতি মাসে তিনি এবার ১ সপ্তাহের জন্য রাজ্যে আসবেন। 

Advertisement
Advertisement