বুধবার বীরভূম থেকে কলকাতা ফেরার পথে আচমকাই শান্তিনিকেতনের আদিবাসী গ্রাম পরিদর্শনে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি অভাব অভিযোগ শোনেন। দ্রুত তা সমাধানের আশ্বাসও দেন। এর মাঝেই একেবারে ভিন্ন রূপে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।
বল্লভপুর গ্রামে পৌঁছে একটি দোকানে চা পান করেন মুখ্যমন্ত্রী। এরপর সেই দোকানে চলা রান্নার কাজে হাত লাগাতেও দেখা যায় তাঁকে।
দোকানে রান্না হচ্ছে দেখে নিজেও হাতা-খুন্তি নাড়তে শুরু করেন। তাঁকে এমন বলতেও শোনা যায়, দু-চারটে লঙ্কা দাও, স্বাদ হবে!
তবে রান্না করলেও দোকানে ও চা ছাড়া আর কিছু খাননি তিনি। চা খেয়ে বেরিয়ে যাওয়ার সময় দোকানদারের হাতে ৫০০ টাকাও দিয়ে যান ।
রাজ্যের প্রশাসনিক প্রধানের এই স্বরূপে আল্পুত আমজনতা।
তবে এই প্রথম নয় এর আগেও বহুবার মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে নিজের কনভয় থামিয়ে আদিবাসী গ্রামে ঢুকে পড়তে।