Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: মমতার মুখে KKR-স্লোগান! শুধু 'করব-লড়ব'-র পর 'খেলবো'

Aajtak Bangla
  • 05 Mar 2021,
  • Updated 6:03 PM IST
  • 1/11

বুধবারি ঘোষণা করা হয়েছিল শুক্রবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন। সেইমত এদিন দুপুরে ধরে ধরে ২৯১ জন প্রার্থীর নাম পড়লেন দলনেত্রী। 
 

  • 2/11


এ দিনই মমতা বন্দ্যোপাধ্যায়  ঘোষণা করেছেন,'আমি নন্দীগ্রামেই লড়ছি। কথা দিলে কথা রাখি। ভবানীপুরে প্রার্থী হবে শোভনদেব চট্টোপাধ্যায়।" 
 

  • 3/11

 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন,'দু'জায়গায় দাড়ালে হবে  না। আপনাকে নন্দীগ্রামেই দাঁড়াতে হবে।' মমতাও একটি কেন্দ্রেই প্রার্থী হয়েছেন। তবে টালিগঞ্জ নিয়ে তাঁর মন্তব্যে শুরু হয়েছে নতুন করে জল্পনা। 

  • 4/11

দক্ষিণ ২৪ পরগনার তালিকা পড়ার সময় নেত্রী বলেন, 'টালিগঞ্জে অরূপ বিশ্বাস।' একটু থেমেই যোগ করেন, 'আমিও দাঁড়াতে পারি।'  ঠাট্টার ছলেই কি তবে  জল্পনাই উস্কে দিলেন তৃণমূল নেত্রী।  প্রশ্ন উঠতে শুরু করেছে  হাতে আরও একটি বিকল্পও হাতে রাখছেন চাইছেন মমতা? 
 

  • 5/11

যদিও নন্দীগ্রাম কেন্দ্রের জন্যেই আগামী ১০ মার্চ বুধবার মনোনয়ন জমা দিতে চলেছেন মমতা।
 

  • 6/11


এদিন প্রথম থেকেই খোশমেজাজে পাওয়া গিয়েছে তৃণমূলনেত্রীকে। ২০১১ সালের ভোটে মমতা প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন শুক্রবার।  শুক্রবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত শুভ বলে মনে করেন।  এই দিনে তিনি নিজে পুজো-আচ্চা করেন, উপস রাখেন, সেই কারণেই 'পয়া' শুক্রবারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করলেন তিনি।
 

  • 7/11

অতীতে অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা শুক্রবার করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০২১-এর ঐতিহাসির বিধানসভা নির্বাচনেরও প্রার্থী তালিকা প্রকাশের জন্য শুক্রবারকেই  বেছে নিয়েছিলেন মমতা। ২০১১ মমতার জীবনে টার্নিং পয়েন্ট। সেবার ৩৪ বছরের বাম সরকারকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন তৃণমূলনেত্রী। এবার একুশের ভোটে শাসকের আসনে বসে ফের একবার কড়া চ্যালেঞ্জের মুখে নেত্রী। তাই কি সেই শুক্রেই ভরসা?
 

  • 8/11

এদিন মমতার গলায় শোনা গেল 'খেলা হবে'  স্লোগানও। বললেন, 'খেলা হবে, দেখা হবে, জেতা হবে। ’হিন্দিতে তর্জমা করলেন ‘খেলেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে’। যার সঙ্গে ভাই শাহরুখ খানের ক্রিকেট দলের স্লোগানের অনেকটাই মিল রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের স্লোগান, "করেঙ্গে, লড়েঙ্গে, জিতেঙ্গে"।
 

  • 9/11

এটা কি কঠিন নির্বাচন, প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কঠিন নয়, এটা স্মাইলি ইলেকশন, ২ মে'র পর সবাই হাসবেন।
 

  • 10/11

৯ মার্চ নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

  • 11/11

প্রার্থী তালিকায় রয়েছেন এবার একাধিক তারকা মুখ। সদ্য তৃণমূলে যোগ দেওয়া একাধিক মুখকে এবার সুযোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রতিবারই বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছার ক্ষেত্রে চমক দেন মমতা।  মমতা এবার ব্যারাকপুরে প্রার্থী করেছেন  রাজ চক্রবর্তীকে, আসানসোল দক্ষিণে সায়নী ঘোষকে, রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে কৌশানি। বারাসাতে ফের তৃণমূল প্রার্থী হচ্ছেন চিরঞ্জিত। বাঁকুড়া থেকে ভোটে লড়ছেন সায়ন্তিকা। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, চন্ডীপুরে প্রার্থী সোহম। মেদিনীপুর কেন্দ্রে লড়বেন জুন মালিয়া।

Advertisement
Advertisement