পঞ্চম দফায় শনিবার সকাল ৭টা বাজতেই শুরু হয়ে গিয়েছে ৬টি জেলার ৪৫ আসনের ভোটগ্রহণ।
এই দফায় ভোট হচ্ছে কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬, নদিয়ায় ১৭টির মধ্যে ৮ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ চলছে।
সকাল থেকেই পাহাড়ের ভোটকেন্দ্রগুলিতে চোখে পড়েছে ভোটেরদের উৎসাহ। রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই আবহে করোনা বিধি মেনেই চলছে ভোটগ্রহণ।
এবারের ভোটে অন্যতম নজরে শিলিগুড়ি। বামেদের হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন বিদায়ী বিধায়ক তথা শহরের মেয়র অশোক ভট্টাচার্য। সকাল সকাল নিজের ভোট দিলেন অশোক ভট্টাচার্য।
সকাল সকাল ভোট দিলেন রাজ্যের মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ির প্রার্থী গৌতম দেবও।
নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ১৪ নম্বর বুথে বড় জিয়াকুর প্রাথমিক বিদ্যালয় ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।
বরানগরে জোট প্রার্থী জাতীয় কংগ্রেসের অমল কুমার মুখোপাধ্যায় আড়িয়াদহ রামকৃষ্ণ লাইব্রেরীতে ভোট দলেন।
এবারের ভোটে অন্যতম নজরে কামারহাটি কেন্দ্র। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র।
সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন মদন মিত্র।
২০১১ সালে কামারহাটি থেকে বিধায়ক হয়েছিলেন মদন মিত্র। কিন্তু ২০১৬ সালে জেলে থাকা অবস্থায় এই কেন্দ্র থেকে হেরে যান তিনি। এবার জিতবেন বলেই আত্মবিশ্বাসী তৃণমূলের হেভিওয়েট নেতা।