Advertisement

তৃণমূলকে পাল্টা দিতে আজ ঘরের মাঠে শুভেন্দু, জল মাপতে নন্দীগ্রামে আসছেন মমতা?

বুধবার তৃণমূলের জনসভার পাল্টা হিসাবে বৃহস্পতিবার কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই মহামিছিলেই নাকি অংশ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, এদিন তাঁদের এই মিছিল শুরু হবে বেলা ১টা নাগাদ। কাঁথি-মেচেদা বাইপাস হয়ে মিছিল শুভেন্দুর বাড়ির সামনে দিয়ে কলেজ রোজ ধরে যাবে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে। এরপর হবে জনসভা।

তৃণমূলের জনসভার ২৪ ঘণ্টার মধ্যে এবার ময়দানে শুভেন্দু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2020,
  • अपडेटेड 11:59 PM IST
  • কাঁথিতে নিজের গড়ে পুরনো দলের নিশানায় শুভেন্দু
  • তৃণমূলের জনসভার ২৪ ঘণ্টার মধ্যে এবার ময়দানে তিনি
  • দলবদলের পর ঘরের মাঠে জনসভা করবেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু দল ছাড়ার পর তার গড়ে জল মাপতে গিয়ে আপাতত সফল তৃণমূল নেতৃত্ব। অধিকারী পরিবারের কেউ সভায় না থাকলেও ভিড়ে কোনও ভাটা পড়েনি। তাই ভিড় দেখে কার্যত উৎফুল্ল তৃণমূল শিবির। তাই সভার প্রথন থেকেই বর্ষীয়াণ সাংসদ সৌগত রায় ও মন্ত্রী ফিরহাদ হাকিম তোপ দেগে গেলেন শুভেন্দু অধিকারীর দিকে। এক কালের সহযোগীর দিকে সৌগত রায়কে দেখা গেল মিরজাফর’,‘বিশ্বাসঘাতক’-এর মত বাছা বাছা কিছু শব্দবন্ধ ব্যবহার করতে। শুভেন্দুর তৃণমূল থেকে বিচ্ছেদ-পর্বে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিলেন সৌগত, দমদমের সেই তৃণমূল সাংসদকে দেখা গেল নাম না নিয়ে অধিকারী পরিবারকেও আক্রমণ শানাতে। শারীরিক অসুস্থতার কারণে বুধবার তৃণমূলের জনসভায় যেতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন শুভেন্দুর বাবা তথা কাঁথির তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ পাননি বলে দাবি করেছিলেন শুভেন্দুর দুই ভাই দিব্য়েন্দু ও সৌম্যেন্দু। তাঁদেরও দেখা যায়নি এদিনের জনসভায়। এই আবহেই সৌগত সুর চড়িয়ে বলেছেন ‘কাঁথি কারও জমিদারি নয়'। যে পরিবারতন্ত্র নিয়ে ক্ষোভ ছিল শুভেন্দুর সেই অস্ত্রেই তাঁকে বিদ্ধ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শিশির অধিকারীর ছেলে না হলে শুভেন্দু ময়দানে টিকতে পারত না এমন কটাক্ষও করা হয়েছে। আর এই আবহেই তাঁর পুরনো দলকে জবাব দিতে নিজের গড়ে ময়দানে নামতে চলেছেন নন্দীগ্রামের বেতাজ বাদশা।

শুভেন্দুর গড়ে এবার নিজে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার তৃণমূলের জনসভার পাল্টা হিসাবে বৃহস্পতিবার কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই মহামিছিলেই নাকি অংশ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, এদিন তাঁদের এই মিছিল শুরু হবে বেলা ১টা নাগাদ। কাঁথি-মেচেদা বাইপাস হয়ে মিছিল শুভেন্দুর বাড়ির সামনে দিয়ে কলেজ রোজ ধরে যাবে সেন্ট্রাল বাসস্ট্যান্ডের দিকে। এরপর হবে জনসভা। উল্লেখ্য বুধবার অধিকারী বাড়ির কাছ থেকেই নিজেদের মহামিছিল শুরু করেছিল তৃণমূল। এরপর জনসভায় শুভেন্দু বিরোধী হিসাবে পরিচিত  বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশকে দরাজ সার্টিফিকেট দেয় তৃণমূল নেতৃত্ব। ইঙ্গিত স্পষ্ট, অধিকারী পরিবারের বদলে এবার গিরি পরিবারেই ভরসা রাখতে চলেছে ঘাসফুল শিবির। তাই দল পাল্টানোর পর নিজের শহর কাঁথিতে শুভেন্দু নিজের প্রথম মহামিছিলে কতটা ভিড় টানতে পারেন তা নন্দীগ্রামের বেতাজ বাদশার কাছে বড় চ্যালেঞ্জ। যদিও এই সভা  ‘ঐতিহাসিক’ হয়ে উঠবে বলেই দাবি করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই সভায় শুভেন্দু ছাড়াও বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও হাজির থাকবেন বলে জানা যাচ্ছে।

Advertisement

শুভেন্দু গড়ে শক্তি প্রদর্শন, ভিড় দেখে অক্সিজেন পেল শাসক শিবির

স্ত্রীকে নোটিস পাঠিয়েই নতুন জীবন শুরু, ৪ মাস পর বাড়ি ফিরলেন সৌমিত্র

দলবদলের পর গত মঙ্গলবারই পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির জনসভায় প্রথম দেখা যায় শুভেন্দুকে। এই জনসভাতে তৃণমূলকে তোলাবাজের দল বলার পাশাপাশি বিজেপি নেতৃত্বের সঙ্গে সুর মিলিয়ে ভাইপো হঠাও স্লোগান তোলেন তিনি। মুখ্যমন্ত্রী পদের জন্য তিনি লালায়িত, পুরনো দল শুভেন্দুর বিরুদ্ধে এমন অভিযোগ শানাচ্ছে। এই আবহে মঙ্গলবার তাৎপর্যপূর্ণ ভাবে শুভেন্দু জনসভা দাবি করেন, আসন্ন বিধানসভা ভোটে  লড়ার ইচ্ছাই তাঁর নেই। শোনা যাচ্ছে ২০২১ সালের বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে জেলায় জেলায় সফরে শুভেন্দুকে পাঠাতে চাইছে বিজেপি নেতৃত্ব। এই আবহে শুভেন্দুর গড়ে এবার তৃণমূলনেত্রী সভা করতে আসছেন বলে শোনা যাচ্ছে। তৃণমূল ছাড়ার আগেই বিধানসভায় গিয়ে নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। যদিও আইনি জটিলতার কারণে সেই ইস্তফা গত সোমবার গৃহীত হয়। ফলে নন্দীগ্রাম আসনটি এখন বিধায়ক শূন্য। শোনা যাচ্ছে একদা নিজের অন্যতম সেনাপতি শুভেন্দুর সেই গড়ে এবার নিজে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফর থেকে ফিরেই নন্দীগ্রামের তেখালিতে দলীয় জনসভায় যোগ দিতে পারেন তৃণমূলনেত্রী। তৃণমূলসূত্রে খবর, আগামী ৭ই জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হতে পারে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement